Malda Medical College: সরকারি হাসপাতালে দালাল চক্রের মাথাচাড়া

Last Updated:

Malda Medical College: জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের সুযোগে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শ্রেণির দালাল চক্র ব্যাপক হারে মাথাচাড়া দিয়েছে। বিশেষ করে মেডিকেল কলেজের মাতৃমা ভবনে দালাল চক্রের বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি

+
হাসপাতালে

হাসপাতালে রোগীর পরিজনদের জটলা

মালদহ: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে। সেই সুযোগে হাসপাতাল চত্বরে ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে দাদাল চক্র। এই দাদাল চক্রের ফাঁদে পড়ে রোগীদের নিয়ে ব্যয়বহুল বেসরকারি নার্সিংহোমে যাচ্ছেন পরিজনরা।
মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এমনই চিত্র ধড়া পড়েছে। এক্ষেত্রে রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রায় বন্ধ। তাই তাঁরা প্রসূতিদের অন্যত্র নিয়ে যাচ্ছেন। যদিও মেডিকেল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে। রোগীর আত্মীয় কাঞ্চন চৌধুরী বলেন, গর্ভবতী মেয়েকে হাসপাতলে নিয়ে এসেছিলাম, কিন্তু নার্সরা জানান চিকিৎসক নেই। এই অবস্থায় আমাদের মত গরিব মানুষ কোথায় যাব।
advertisement
আরও পড়ুন: রাতের অন্ধকারে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করছেন মহিলারাই!
এদিকে রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি রেখে আন্দোলন চলছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল তার ব্যতিক্রম নয়। জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের সুযোগে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শ্রেণির দালাল চক্র ব্যাপক হারে মাথাচাড়া দিয়েছে। বিশেষ করে মেডিকেল কলেজের মাতৃমা ভবনে দালাল চক্রের বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি। দালাল চক্রের খপ্পরে পড়ে বহু সাধারণ মানুষ প্রসূতিদের নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করছে।
advertisement
advertisement
এই বিষয়ে মালদহ মেডিকেল কলেজের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, রোগীদের সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে। যদি কেউ কোন‌ও অভিযোগ করে, বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখা হবে।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda Medical College: সরকারি হাসপাতালে দালাল চক্রের মাথাচাড়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement