ফজলি, লক্ষণভোগ, হিমসাগর শেষ তো কী! এবার বাজার মাতাতে হাজির সুস্বাদু বৃন্দাবনি, দাম কত জানুন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
শেষ হয়েও যেন জারি রয়েছে মালদহে আমের মরশুম। গ্রাম থেকে শহর সমস্ত বাজারেই এখন পাওয়া যাচ্ছে সুস্বাদু বৃন্দাবনি আম। দাম কত দেখে নিন
মালদহ, জিএম মোমিন: আমের জেলায় আমই পারে বাজার মাতাতে, তা জানিয়ে দিল মালদহের বৃন্দাবনি। জেলার অন্যান্য সুস্বাদু নামিদামি ফলের মরশুম শেষ হলেও নতুন করে আবার বাজার মাতানো শুরু করেছে মালদহের ফলের রাজা। আমবাগানে এখনও গাছে গাছে ঝুলছে সুস্বাদু বৃন্দাবনি। শেষ হয়েও যেন জারি রয়েছে মালদহে আমের মরশুম। গ্রাম থেকে শহর সমস্ত বাজারেই এখন পাওয়া যাচ্ছে সুস্বাদু বৃন্দাবনি আম। দাম প্রায় ১২০ থেকে ১৫০ টাকা কিলো। বাগান থেকে আম ভেঙে নিজেই বাজারে এনে পাইকারদের কাছে পাইকারি দরে বিক্রি করছেন আম চাষিরা। ৪০০০ থেকে ৫০০০ টাকা মণ (৪০ কিলো) পাইকারি দরে বিক্রি হচ্ছে আম। মরশুম শেষে আম বিক্রি করে কিছুটা হলেও লাভ হচ্ছে বলে জানেন আম চাষিরা।
এক আম বিক্রেতা আরমান নাদাব জানান, “মরশুম শেষে আম বিক্রি করে ব্যাপক লাভ হচ্ছে। দিনে প্রায় দুই থেকে তিন কুইন্টাল আম বিক্রি হয়। বাজারে সারা বছর বিভিন্ন রকম সবজি ফল বিক্রি করি। আমের মরশুম শেষের দিকে। তবে বাগানে কিছু কিছু বৃন্দাবনি আম রয়েছে। চাষিরা আম বাজারে নিয়ে আসছেন। তাদের কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করছি। ভাল রোজগার হচ্ছে।”
advertisement
আরও পড়ুন: মিড ডে মিলে ডাল-ভাত অতীত! এবার গঙ্গার চওড়া পেটির ইলিশ, আহ্লাদে আটখানা পড়ুয়ারা, খেল কব্জি ডুবিয়ে
advertisement
এক আম ক্রেতা রিয়াজউদ্দিন নাদাব জানান, “অন্যান্য বিখ্যাত প্রজাতির আমের মতোই বৃন্দাবনি আম খেতে খুব মিষ্টি ও সুস্বাদু। এখনও আম আছে, দেখে ভাল লাগছে। মালদহের বাগানে এখনও বৃন্দাবনি আম দেখতে পাওয়া যায়। তবে মরশুম শেষের দিকে তাই আমের দাম অনেকটাই বেশি হয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফজলি, লক্ষণভোগ, হিমসাগর নানা বিখ্যাত প্রজাতির আমের দিন শেষ হলেও জেলাবাসীর মন জয় করছে মালদহের বৃন্দাবনি আম। দামদর কষাকষি না করেই হু হু করে বিক্রি হচ্ছে আম। দাম বেশি হলেও মুখে আমের স্বাদ কে ধরে রাখতে বাজারে ভিড় জমাচ্ছেন জেলার আম প্রেমীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 12:37 PM IST