Mango Election: সাংঘাতিক ব্যাপার! এবার ভোটের লড়াইয়ে আম, প্রার্থী ল্যাংড়া, হিমসাগর, ফজলি! আরও অনেকেই

Last Updated:

Mango Election: এবার ভোটের ময়দানে ফলের রাজারা। হিমসাগর, মিয়াজাকি, ল্যাংড়া, ফজলি ইত্যাদি প্রজাতির আমগুলোকে ভোট দিতে পারবেন জনসাধারণ।

+
আমদের

আমদের ভোট

মালদহ: নির্বাচনের ময়দানে এবার হিমসাগর, ল্যাংড়া, ফজলি বাবুরা। তবে এই নির্বাচনের পর তারা কোন বিধায়ক, সাংসদ বা জনপ্রতিনিধি হতে পারবেন না। তবে ভোটের ফলাফলের নিরিখে বিজয়ী আমকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। মালদহ সহ রাজ্য ও দেশ-বিদেশের একাধিক প্রজাতির আমদের নির্বাচন হয়ে গেল মালদহের আম মেলায়। মেলায় আসা জনসাধারণরা নিজেদের পছন্দমত আমকে একেবারে নির্বাচনী কায়দায় ভোট দিয়ে অংশগ্রহণ করলেন ভোট দানে। পাশাপাশি নিজেদের পছন্দমত আমকে জয় করাতে সাধারণ মানুষদের ভোট দান করতে আহ্বান জানান। কেউ হিমসাগর, কেউ ফজলি আবার কেউ মিয়াজাকি ও ল্যাংড়া ইত্যাদি পছন্দ মত আমকে ভোট দান করেন।
রাজ্য সরকারের উদ্যোগে মালদহ কলেজ মাঠে অনুষ্ঠিত সৃষ্টিশ্রী আম মেলায় জেলা নির্বাচন সেলের উদ্যোগ আয়োজন করা হয়েছে আমের নির্বাচনের। এই আম নির্বাচন পদ্ধতি মূলত সাধারণ মানুষকে আম বিষয়ে উৎসাহ এবং নির্বাচন ক্ষেত্রেও জাগ্রত করার জন্যই এমন উদ্যোগ বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
advertisement
advertisement
এই আম নির্বাচনের মডেল পোলিং বুথে পছন্দ মত আমকে ভোট দিতে ভিড় জমাচ্ছেন মেলায় আসা সাধারণ মানুষ। একেবারে নির্বাচন কমিশনের নির্বাচনী পদ্ধতি অবলম্বন করে, লাইনে দাঁড়িয়ে একে একে ভোট দানে অংশগ্রহণ করছেন মেলায় আসা সাধারণ মানুষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
একদিকে ভোট নেওয়ার পর যেখানে নেতাদের অনেক সময় জনসাধারণের ক্ষেত্রেই চাহিদা পূরণ করতে ব্যর্থতা লক্ষ্য করা যায়। ঠিক অন্যদিকে উদ্যানজাত এই উদ্ভিদ আমকে প্রত্যেকের চাহিদা পূরণে সাফলতা ‌দেখা দেয়। তবে আম মেলায় জেলা প্রশাসনের এমন উদ্যোগ দেখে হতবাক সকলে।
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mango Election: সাংঘাতিক ব্যাপার! এবার ভোটের লড়াইয়ে আম, প্রার্থী ল্যাংড়া, হিমসাগর, ফজলি! আরও অনেকেই
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement