Malda News: তাইকোন্ডোতে আন্তর্জাতিক স্তরে ৩০ টি পদক জিতে বিরাট সাফল্য মালদহে! জেলা জুড়ে খুশির আবহ

Last Updated:

Malda News: মোট সাতটি দেশ অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়, ভারতের একাধিক রাজ্যের দল অংশগ্রহণ করে, সেখানে মালদহের টিম অংশগ্রহণ করেছিল।

+
জয়ের

জয়ের উল্লাস মালদহ দলের

মালদহ: দেশের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করল মালদহ জেলা তাইকোন্ডো দল। মোট সাতটি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম হয়েছে ভারত। ৩০ টি পদক জিতে ভাল খেলার বিচারে দ্বিতীয় হয়েছে মালদহ জেলা। এমন সাফল্যে খুশি জেলার ক্রীড়াপ্রেমী মানুষেরা। এমন সাফল্য আগামীতে আরও বেশি তাইকোন্ডো খেলার প্রতি আগ্রহ বাড়বে বর্তমান প্রজন্মের। মালদহ দলের কোচ রামাশীষ দাস বলেন, এটা গর্বের বিষয়। দেশের হয়ে প্রতিনিধিত্ব করে মালদহ দল ভাল ফল করেছে। আমরা মোট ৩০টি পদক জিতেছি। অনেক খুদে খেলোয়ার অংশগ্রহণ করেছিল। দলীয় গত বিচারে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি।
গত ২৫ ও ২৬ শে নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় আন্তরজাতিক তাইকোন্ডো প্রতিযোগিতা। সাউথ আফ্রিকার ঘানা, মালেশিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, ইথপিয়া ও ভারত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিদেশের একাধিক টিম ছিল। সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যে থেকে দল অংশগ্রহণ করে।
advertisement
advertisement
এই প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছিল মালদহ জেলার তাইকোন্ডো ক্যাম্প অফ বাংলা এরিয়ার টিম। যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করে,এই প্রতিযোগিতায় এবং খুব ভাল ফল করে মালদহ জেলা টিম।মালদহের সব থেকে কম বয়সের প্রতিযোগী ইভান দাস। তিন বছর বয়সেই অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় করে। এছাড়াও আরও ১২টি স্বর্ণপদক জিতেছে মালদহের খেলোয়াড়রা।
advertisement
পাশাপাশি সাত জন সিলভার পদক ও দশ জন ব্রোঞ্জ পদক পেয়েছে। মালদহ জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করেছিলেন। তাদের এমন সাফল্যে খুশি কোচ রামাশীষ দাস। আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় এই ধরনের সাফল্য এর আগে আসেনি।
মালদহে এর আগে তাইকোন্ডোর আন্তর্জাতিক বা জাতীয় স্তরের প্রতিযোগিতায় ছোটখাট সাফল্য এসেছে। একসঙ্গে এতজন প্রতিযোগী আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় পদক জিতেছে । তাই জেলা জুড়ে খুশির আবহ।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: তাইকোন্ডোতে আন্তর্জাতিক স্তরে ৩০ টি পদক জিতে বিরাট সাফল্য মালদহে! জেলা জুড়ে খুশির আবহ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement