Malda Eid al-Fitr 2022: খুশির ইদে মাতোয়ারা মালদহ, নমাজ পাঠের মধ্যে দিয়ে দোয়া মহিলাদের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে, পবিত্র ইদের নমাজ পাঠের মধ্যে দিয়ে দোয়া করলেন মহিলারা
#মালদহ: ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে, পবিত্র ইদের নমাজ পাঠের মধ্যে দিয়ে দোয়া করলেন মহিলারা। দীর্ঘ এক মাস রমজানের পর প্রতিবছরের মতো এবারও মালদহ শহরের হায়দারপুরে পবিত্র ইদের নমাজ পড়তে হাজির হয়েছিলেন মহিলারা। ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি দীর্ঘ দুই বছরের করোনা পরিস্থিতি কেটে ওঠায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন সকলে মিলে। ইদের নমাজ পাঠের মধ্যে দিয়ে সমাজের প্রতিটি মানুষের জন্য দোয়া কামনা করলেন যাতে ভেদাভেদ ভুলে সকল শ্রেণীর মানুষ একসঙ্গে, একত্রিত হয়ে সমাজে থাকতে পারে। অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা-সহ হানাহানি বন্ধের উদ্দেশ্যে সকলে মিলে একত্রিত হয়ে প্রার্থনায় সামিল হলেন। মালদহ শহরের প্রায় দুই শতাধিক মহিলা এবার পবিত্র ইদের নমাজে অংশগ্রহণ করেন। খুদেরাও নামাজে সামিল হয়ে সমাজের ভালর জন্য প্রার্থনা করে। নমাজ পাঠ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন সকলে।
মালদহে আগে মহিলাদের নমাজ পাঠের কোনও জায়গা ছিল না। ২০০১ সালে মহিলা নমাজ পাঠের কমিটি তৈরি হয়। মালদহ শহরের কিছু মহিলা একত্রিত হয়ে এই নামাজ পাঠ কমিটি তৈরি করে। মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির পক্ষ থেকে প্রতিবছর হায়দারপুরে নমাজ পাঠের আয়োজন করা হয়। তবে করোনা পরিস্থিতিতে মাঝে দুই বছর বন্ধ করা হয়েছিল ইদের নমাজ। জমায়েত বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। তাই এবার ইদের নমাজ পড়তে হাজির হয়েছিলেন মহিলারা।
advertisement
advertisement
এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়িকা সাবিত্রী মিত্র, স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তাঁরাও এদিন পবিত্র ইদের নমাজ পড়েন সকলের সঙ্গে। মহিলা নমাজ কমিটির সম্পাদিকা সামিরারা বেগম, মহিলাদের এবার নমাজ পাঠ করান। পবিত্র ইদের প্রার্থনার মধ্য দিয়ে তিনি সকলের মঙ্গল কামনা করেন। পাশাপাশি স্থানীয় সমাজ ও প্রশাসনের সক্রিয় সহযোগিতার প্রতি সহানুভূতি জানান। সামিরার বেগম বলেন, "এ বছর আমরা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে নমাজ পাঠ করলাম। সম্প্রীতি অটুট বন্ধন যাতে অক্ষুন্ন থাকে সেই দোয়া করলাম আল্লাহর কাছে।"
advertisement
Harashit Singha
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2022 5:56 PM IST