Siliguri News: রাস্তা থেকে কুড়িয়ে আনেন নারকেলের খোল, এই বৃদ্ধের হাতের যাদুতে রূপ পায় আশ্চর্য সব মূর্তির!

Last Updated:

নারকেলের খোল দিয়ে তিনি তৈরি করছেন বিভিন্ন দেব দেবীর মূর্তি

+
নারকেলের

নারকেলের খোল দিয়ে তৈরি শিল্পকলা 

শিলিগুড়ি: আমরা পরিবেশ থেকে সুবিধা নিচ্ছি, তবে এরই সুরক্ষায় উদাসীন। এমন পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। সেই ভাবনা থেকে পরিত্যক্ত নারকেলের খোল দিয়ে তৈরি হচ্ছে হস্ত শিল্পের উপকরণ। নারকেলের খোল দিয়ে হস্ত শিল্পের পরিকল্পনা নিয়েছেন শিবমন্দিরের বিধানপল্লীর বাসিন্দা মহেশ মোদোক। নারকেলের খোল দিয়ে তিনি তৈরি করছেন বিভিন্ন দেব দেবীর মূর্তি। মহেশ বাবুর হাতে তৈরি বই দেবদেবীর মূর্তিগুলি সত্যি অবাক করবে সকলকে। এত সুন্দর নিখুঁত কাজ এমন শিল্পীর হাত ছাড়া সম্ভব নয়।
কোভিড চলাকালীন বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ তার মাথায় এই বুদ্ধি আসে। হাতের কাছে পড়ে থাকা ব্লেড আর শিরীষ কাগজ নিয়ে কিছু একটা বানাতে শুরু করেন। তারপর সেটাই এখন নেশা হয়ে দাঁড়িয়েছে বছর ৬০ এর মহেশের। বাড়ির গাছের তলায় টেবিল, চেয়ার পেতে এখন সময় পেলেই বসে পড়েন নারকেলের খোল নিয়ে। মহেশ বাবুর কথায়, এক একটা দেবদেবীর মূর্তি বানাতে তার প্রায় তিন দিন সময় লাগে। নারকেলের খোলগুলোকে পরিষ্কার করে, ছবি এঁকে তারপর হ্যাসকো ব্লেড দিয়ে কাটাকাটি করে দেবদেবীর মূর্তির আকার দেন তিনি। তারপর শিরীষ কাগজ দিয়ে ঘষে সেটিকে পালিশ করেন মূর্তি তৈরি করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কি করে এই নারকেলের খোল সংগ্রহ করেন জিজ্ঞেস করতে তিনি বলেন, রাস্তায় চলতে চলতে যেখানেই নারকেলের খোল পড়ে থাকে দেখেন সেটা কুড়িয়ে আনেন। এছাড়াও বাড়িতে নারকেল গাছ রয়েছে সেই নারকেলগুলো বিক্রি না করে সংগ্রহ করে সেগুলি দিয়েই এই মূর্তিগুলি তৈরি করেছেন তিনি। মহেশ বাবুর কথায়, আগামীতে এই কাজগুলি আরও বড় আকারে করার পরিকল্পনা রয়েছে তাঁর। এই কাজকে কুটির শিল্পের আকার দিতে চান তিনি। এখনও পর্যন্ত যে কটা দেবদেবীর মূর্তি বানিয়েছেন সেগুলি তিনি বিক্রি করেননি। তবে আগামীতে সেগুলি বিক্রি করার পরিকল্পনা রয়েছে। যদি কেউ তার কাছে এই কাজ শিখতে চান তাহলে তিনি তাদের শেখাতেও রাজি।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: রাস্তা থেকে কুড়িয়ে আনেন নারকেলের খোল, এই বৃদ্ধের হাতের যাদুতে রূপ পায় আশ্চর্য সব মূর্তির!
Next Article
advertisement
Bankura News: মুম্বই পৌঁছেই দুঃস্বপ্ন! উধাও তিনটি লাগেজ, দুশ্চিন্তায় আমেরিকা ফেরত বাঁকুড়ার শিক্ষিকা
মুম্বই পৌঁছেই দুঃস্বপ্ন! উধাও তিনটি লাগেজ, দুশ্চিন্তায় আমেরিকা ফেরত বাঁকুড়ার শিক্ষিকা
  • আমেরিকা থেকে ভারতে ফেরার পথে খোয়া গেল মালপত্র!

  • চরম উদ্বেগে বাঁকুড়ার শিক্ষিকা৷

  • এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ৷

VIEW MORE
advertisement
advertisement