Mahananda Wildlife Sanctuary | Tiger: মহানন্দা অভয়ারণ্যে দীর্ঘ দু'দশক পরে বাঘের দেখা! ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়! থাকতে পারে আরও বাঘ!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Piya Banerjee
Last Updated:
Mahananda Wildlife Sanctuary | Tiger: বন দফতরের আধিকারিকরা জানাচ্ছেন দীর্ঘ দুই দশক পরে এই বাঘের দেখা মিলল। তারা মনে করছেন আরও বাঘ আছে ওই অভয়ারণ্যে।
শিলিগুড়ি: দীর্ঘ দু'দশক পরে বাঘের দেখা। বাঘের দেখা মিলল, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে৷ রাজ্য বন দফতর সূত্রে খবর, বাঘ আছে এমন জানতে পেরে, জঙ্গলের একাধিক জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। আর সেই ট্র্যাপ ক্যামেরাতেই এই বাঘের হদিশ মিলেছে। বন দফতরের আধিকারিকরা জানাচ্ছেন দীর্ঘ দুই দশক পরে এই বাঘের দেখা মিলল। তারা মনে করছেন আরও বাঘ আছে ওই অভয়ারণ্যে।

মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য হিমালয়ের পাদদেশে তিস্তা এবং মহানন্দা নদীর মাঝখানে অবস্থিত।এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য। ১৯৪৯ সালে এটি অভয়ারণ্য হিসেবে প্রথম সরকারিভাবে ঘোষিত হয়। এর মোট আয়তন ১২৭ বর্গকিমি।
advertisement
advertisement
সমগ্র বনাঞ্চলের শতকরা ৬০ ভাগ পার্বত্যভূমি এবং অবশিষ্ট অংশ সমতল। এই অভয়ারণ্যের উচ্চতা ১৫০ মিটার থেকে ১৩০০ মিটার পর্যন্ত খানে এশিয় হাতি, দেশি বন শুকর, সম্বর হরিণ, চিতাবাঘ, পাহাড়ি কালো ভালুক ও বেঙ্গল টাইগার দেখা যায়।
Abir Ghoshal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 19, 2023 9:50 PM IST










