Magic Umbrella: এ এক ম্যাজিক-বোতল! খুললেই ‌যা বেরিয়ে আসছে চমকে ‌যাবেন! কোথায় মিলছে জানুন

Last Updated:

Magic Umbrella: রোদ হোক কিংবা বৃষ্টি ছাতা কিন্তু সবসময়ই দরকার।এবার এই ছাতার মধ্যেই দেখা গেল অভিনবত্বের ছোঁয়া। এবার শিলিগুড়ির বাজারে বোতল ছাতা কিন্তু দারুন ট্রেন্ডিং।

+
বোতল

বোতল ছাতা 

অনির্বাণ রায়, শিলিগুড়ি : বিধান মার্কেট গেলেই দেখা মিলছে দোকানে সারি সারি বোতল ঝুলছে। কিন্তু কেন সব দোকানে হঠাৎ বোতল ঝুলছে? আসলে এই বোতলের ভিতরেই লুকিয়ে রয়েছে রহস্য। ভাবছেন হয়ত হেঁয়ালি করছি। কিন্তু না আসলে এটাই সত্যি। বোতল খুললেই বোতল হয়ে যাচ্ছে ছাতা। একদিকে চাঁদিফাটা রোদ্দুর, অন্যদিকে আবার বৃষ্টি। রোদ হোক কিংবা বৃষ্টি ছাতা কিন্তু সবসময়ই দরকার।এবার এই ছাতার মধ্যেই দেখা গেল অভিনবত্বের ছোঁয়া। শিলিগুড়ির বাজারে বোতল ছাতা কিন্তু দারুণ ট্রেন্ডিং। এই বোতল ছাতা কিনতেই দোকানে ভিড় পড়ছে প্রতিদিন। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দোকানিদের।
এই বোতল ছাতা নিয়ে দোকানিদের জিজ্ঞেস করতে জানা গেল যে এমন ছাতা বাজারে নতুন এসেছে। এ বছর দারুণ বিক্রি রয়েছে ছাতার। ছাতা ব্যবসায়ী, রাহুল সরকার বলেন, ‘‘এই ছাতার মূল বিশেষত্ব হল। এই প্লাস্টিকের কভার। বোতলের ঢাকনা হল ছাতার হ্যান্ডেল আর বোতলটি হল ছাতার কভার। একটা হালকা প্যাঁচ রয়েছে বোতলের মুখে। বোতল খুললেই ছাতা বেরিয়ে আসবে। ব্যবহার করে সেটিকে আবার বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়ে খুব সহজেই বহন করা যাবে এই বোতল ছাতা।’’
advertisement
আরও পড়ুন : আগামিকাল রামনবমী, এই রঙের সিঁদুর, কলাইয়ের ডাল ও ১১ টি অশ্বত্থের পাতা দিয়ে করুন এই ছোট্ট কাজ! ধনসম্পদ সৌভাগ্যে ভরে উঠবে জীবন
বিশেষত বৃষ্টির দিনে ভিজে ছাতা রাখার জায়গা পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু এই ছাতা কিনলে রাখার জায়গার অভাব হবে না। বোতলে ঢুকিয়ে দিব্যি ব্যাগের মধ্যে রেখে দিতে পারবেন এই বোতল-ছাতা। ছাতা কিনতে এসে পদ্মপর্ণা রায় বলেন, ‘‘বাজারে ছাতা কিনতে এসেছিলাম। ছাতার দোকানে এসে দেখি সারি সারি বোতল ঝুলছে। জিজ্ঞেস করতেই দোকানিরা বলেন যে এটা আসলে ছাতা। দারুণ লাগল জিনিসটা । বৃষ্টির দিনে উপকারী জিনিস। বাচ্চারা ব্যবহার করতে পারবে। বোতলের জন্য জল ব্যাগের মধ্যেও পড়বে না। আজ আমি বাড়ির জন্য দুটো ছাতা নিয়ে গেলাম।’’
advertisement
advertisement
তবে শুধু বোতল আকারের ছাতা নয়। ক্যাপসুল, কলা আকারের ছাতাও রয়েছে সেই দোকানগুলিতে। চাহিদাবেশি বোতল-ছাতার। দামটাও মাত্র ২৫০টাকা। তাই ছাতা কিনতে হলে এই বোতল ছাতা কিনে দেখাই যেতে পারে ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Magic Umbrella: এ এক ম্যাজিক-বোতল! খুললেই ‌যা বেরিয়ে আসছে চমকে ‌যাবেন! কোথায় মিলছে জানুন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement