উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে বিঘ্নিত রেল পরিষেবা

Last Updated:

আলিপুরদুয়ার ডিভিশনে জলমগ্ন রেললাইন ৷ বৃষ্টিতে কমছে দৃশ্যমানতাও ৷

#শিলিগুড়ি: ফের বৃষ্টিতে বিপর্যস্ত ধূপগুড়ি-সহ ডুয়ার্স। প্রবল বৃষ্টির জেরে রেল পরিষেবা বিঘ্নিত ৷ উত্তরবঙ্গে বিঘ্নিত রেল পরিষেবা ৷ আলিপুরদুয়ার ডিভিশনে জলমগ্ন রেললাইন ৷ বৃষ্টিতে কমছে দৃশ্যমানতাও ৷ একাধিক স্টেশনে দাঁড়িয়ে দূরপাল্লার ট্রেন ৷ আটকে সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ৷ দাঁড়িয়ে আগরতলা-রাজধানী এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন ৷
ভোর রাত থেকে অবিরাম বৃষ্টিতে ধূপগুড়ির একাধিক ওয়ার্ড জলমগ্ন। জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে জল জমেছে। জল বাড়ছে তিস্তা, করলার। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির জেরে কাঁটছাঁট কিছু ট্রেনের রুটেও ৷ ডাউন রঙ্গিয়া -নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ফকিরাগ্রাম অবধি যাবে আর আপ নিউ জলপাইগুড়ি-রঙ্গিয়া ট্রেনটি ছাড়বে নিউ জলপাইগুড়ি থেকে ৷ বৃষ্টির জন্য আটকে পড়েছে ডাউন গুয়াহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস, চণ্ডিগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের মতো অনেক দুরপাল্লার ট্রেন ৷
advertisement
একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার। জলমগ্ন শহরের নীচু এলাকাগুলি। জলপাইগুড়ি শহরে বৃষ্টিপাত কম হলেও, ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে আশঙ্কায় বাসিন্দারা। অতিভারী বৃষ্টিতে জলমগ্ন ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টিতে জল জমে বিপত্তি রায়গঞ্জ শহরেও।
advertisement
পূর্বাভাস ছিলই। সেইমতো একটানা ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে ডুয়ার্সের বানারহাট, বিন্নাগুড়ি এলাকায়। যারজেরে জলস্তর বেড়েছে হাতিনালা-সহ ডুয়ার্সের একাধিক নদীতে। নদীর জলে ক্ষতিগ্রস্ত নাগরাকাটার সুখানি বস্তির ব্রিজের একাংশ। বৃষ্টির জেরে এদিন বন্ধ রাখতে হয় সুখানি স্কুলের পঠনপাঠন। ভারী বৃষ্টিতে ব্যাহত রায়গঞ্জ শহরের জনজীবন। মোহনবাটি, উকিলপাড়া, বিদ্রোহী মোড়-সহ বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমায় সমস্যায় পথচারীরা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে বিঘ্নিত রেল পরিষেবা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement