Latest Bangla News: খুব সাবধান, মালদহে ট্রেনের মধ্যে সর্বস্ব লুঠ যাত্রীর! কায়দা শুনলে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Latest Bangla News: অচৈতন্য অবস্থায় ওই যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
#মালদহ: চলন্ত ট্রেনে মাদক খাইয়ে সর্বস্ব লুঠ এক রেল যাত্রীর। মালদহ টাউন রেল স্টেশনে বুধবার সকালে এমনই ঘটনা নজরে আসে রেল পুলিশের। অচৈতন্য অবস্থায় ওই যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মালদহ টাউন স্টেশনে এক নম্বর প্লাটফর্মে এসে পৌঁছয় ফারাক্কা এক্সপ্রেস। সেই সময় সাধারণ কামরায় ওই যাত্রীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান অন্যান্য রেল যাত্রীরা। খবর দেওয়া হয় রেল পুলিশকে। রেল পুলিশ ওই যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনে।
advertisement
advertisement
বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই রেল যাত্রী। তবে, অচৈতন্য থাকায় রেল পুলিশ তাঁর নাম ও পরিচয় জানতে পারেনি। কোথা থেকে তিনি ফারাক্কা এক্সপ্রেসে উঠেছিলেন বা তাঁর গন্তব্যস্থল কোথায় জানার চেষ্টা করছে রেল পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2022 2:53 PM IST