Lok Sabha Election 2024: এবার লোকসভা ভোটে চাই সবুজ এবং পরিষ্কার দার্জিলিং! দাবি তুললেন হোম স্টে-র মালিকেরা
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Satabdi Adhikary
Last Updated:
উত্তরবঙ্গ এবং সিকিম জুড়ে মোট ১২ হাজার হোমস্টে রয়েছে এবং সবটাই সরকারি অনুমোদিত।তবে দার্জিলিং কালিম্পং মিলে সরকার অনুমোদিত হোমস্টের সংখ্যা ১৮০০।
দার্জিলিং: পাহাড়ের নিরিবিলি সৌন্দর্য্যের স্বাদ নিতে হোমস্টে-র জুড়ি মেলা ভার। অনেকেই বিলাসবহুল হোটেল ছেড়ে প্রত্যন্ত পাহাড়ি গ্রামের কোণায় সুসজ্জিত হোম স্টে গুলোকেই বেছে নিচ্ছেন উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে। হোমস্টে হল একটি বিকল্প পর্যটন। যেখানে পর্যটকরা হোম স্টে’র পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকবেন এবং পরিবার এবং স্থানীয় সম্প্রদায়ের দৈনন্দিন জীবনযাত্রার অভিজ্ঞতা পাবেন। একই সঙ্গে পর্যটকরা স্থানীয় জীবনধারা, সংস্কৃতি, প্রকৃতি ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। এই জন্যই পাহাড়ে লোকে হোম স্টে তে থাকতে বেশি পছন্দ করেন।
তবে আসন্ন লোকসভা ভোটে এই হোম স্টে মালিকদের কী দাবি? তারা কী চান। দার্জিলিং-এর হোম স্টের মালিক অনুপ মুখিয়া বলেন, ‘‘এখন পাহাড়ে মানুষ ঘুরতে এলে হোমস্টেতে থাকতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। কারণ একটা ঘরোয়া পরিবেশের মধ্যে তারা থাকতে পারে। যেটা হোটেল বা লজে কখনো সম্ভব না। এছাড়াও ঘরোয়া খাবার-দাবারের ব্যবস্থা রয়েছে।’’
advertisement
আরও পড়ুন: কপালে গেরুয়া তিলক, হাতে ডমরু! মনোনয়ন জমা দেওয়ার শোভাযাত্রাতেও তাক লাগালেন দিলীপ ঘোষ
তিনি আরও বলেন, “সব মিলিয়ে একেক দিনের প্রতি জন হিসেবে ১২০০-১৩০০ টাকা করে নেওয়া হয়। দার্জিলিং এই মুহূর্তে অনেক হোমস্টে রয়েছে। তবে লোকসভা ভোটে আমাদের দাবি দার্জিলিং পরিষ্কার পরিচ্ছন্ন গড়ে তোলা যাতে পর্যটকরা আরও দার্জিলিং মুখী হয়ে ওঠেন।”
advertisement
advertisement
উল্লেখ্য, উত্তরবঙ্গ এবং সিকিম জুড়ে মোট ১২ হাজার হোমস্টে রয়েছে এবং সবটাই সরকারি অনুমোদিত। দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এখন প্রচুর হোম স্টে রয়েছে। গোটা ভারতের মধ্যে সবথেকে বেশি হোমস্টে রয়েছে কালিম্পং জেলায়। এই জেলায় মোট হোমস্টের সংখ্যা ৩,৩৩৮। তবে দার্জিলিং কালিম্পং মিলে সরকার অনুমোদিত হোমস্টের সংখ্যা ১৮০০।
আরও পড়ুন: ‘দু’দিন আগে আমাকে মারার চক্রান্ত হয়েছে..,’ জঙ্গিপুরের সভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক! INDIA প্রশ্নে বিঁধলেন অধীরকেও
ইকো ট্যুরিজম চেয়ারম্যান রাজ বসু বলেন, ‘‘পাহাড়ের পর্যটনের ক্ষেত্রে হোম স্টে একটা বিশেষ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই হোমস্টের মাধ্যমে পাহাড়ি গ্রামের মহিলারা স্বনির্ভর হচ্ছেন। অরুণাচল স্থিতি ভ্যালি থেকে প্রচুর মানুষ এখন দার্জিলিং কালিম্পং হোমস্টে কাভাবে পরিচালনা করা হয় সেগুলি শিখতেও আসছেন।’’
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Apr 24, 2024 5:00 PM IST








