Dilip Ghosh: কপালে গেরুয়া তিলক, হাতে ডমরু! মনোনয়ন জমা দেওয়ার শোভাযাত্রাতেও তাক লাগালেন দিলীপ ঘোষ
- Published by:Satabdi Adhikary
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
এ দিন তিনি বলেন, ‘‘মান অভিমানের কোনও ব্যাপার নেই। আমাকে দার্জিলিং থেকে প্রার্থী করা হলেও আমি জিতব। তিনি বলেন আজকের এই শোভাযাত্রায় বর্ধমান শহরের মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। রাস্তার দুপাশে বাড়ির ছাদ থেকে বাসিন্দারা হাত নেড়ে আশীর্বাদ করেছেন। বর্ধমান শহরের বাসিন্দারা বিপুল ভোটে জয়ী করবে এ ব্যাপারে আমরা আশাবাদী।’’
দক্ষিণবঙ্গ: কথায় বার্তায় তো বটেই, তাঁর কাজকর্মেও ধরা পড়ে নিত্য নতুন চমক৷ বিতর্কে অন্যতম প্রিয় সন্তান বিজেপি নেতা দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ার পর্বতেও রাখলেন চমক৷ বুধবার ডমরু বাজিয়ে রোড শো করে মনোনয়ন পত্র দাখিল করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তার আগে করলেন বিশেষ পূজার্চনা। মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার পথে বললেন, ‘‘বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়েছি। তাই হাতে ডমরু।’’
এদিন বর্ধমান শহরের জোড়া মন্দির এলাকা থেকে জি টি রোড ধরে দিলীপ ঘোষের মনোনয়নপত্র জমা দেওয়ার এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিভিন্ন রকমের বাজনা ছিল। এছাড়াও ছিল বিভিন্ন সাংস্কৃতিক নৃত্য। হুড খোলা গাড়িতে চেপে শোভাযাত্রায় অংশ নেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর পাশে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহাও।
advertisement
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে গতবার জয়লাভ করেছিলেন বিজেপির সুরিন্দার সিং আলুওয়ালিয়া। গতবার দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসনে বিপুল লিড পেয়েছিল বিজেপি। এবার এই আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে দল। নিজের হাতে তৈরি করা মেদিনীপুরের সংগঠন ছেড়ে বর্ধমানে তাঁকে প্রার্থী করায় প্রথমে অভিমানী ছিলেন দিলীপ ঘোষ।
advertisement
আরও পড়ুন: ‘দু’দিন আগে আমাকে মারার চক্রান্ত হয়েছে..,’ জঙ্গিপুরের সভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক! INDIA প্রশ্নে বিঁধলেন অধীরকেও
এ দিন তিনি বলেন, ‘‘মান অভিমানের কোনও ব্যাপার নেই। আমাকে দার্জিলিং থেকে প্রার্থী করা হলেও আমি জিতব। তিনি বলেন আজকের এই শোভাযাত্রায় বর্ধমান শহরের মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। রাস্তার দুপাশে বাড়ির ছাদ থেকে বাসিন্দারা হাত নেড়ে আশীর্বাদ করেছেন। বর্ধমান শহরের বাসিন্দারা বিপুল ভোটে জয়ী করবে এ ব্যাপারে আমরা আশাবাদী।’’
advertisement
আরও পড়ুন: ২৫ হাজার চাকরি বাতিল নিয়ে এবার সুপ্রিম কোর্টে SSC! হাইকোর্টের রায়ের বিরোধিতা করে মামলা দায়ের
এ দিনের শোভাযাত্রায় দলে বিক্ষুব্ধ হিসেবে পরিচিত কর্মীদেরও পা মেলাতে দেখা দিয়েছে। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ‘‘বিজেপি কর্মীরা যুদ্ধের ঘোড়ার মতো। তারা দামামা বাজার অপেক্ষায় ছিল। যুদ্ধের ঢাক বেজে উঠতেই তারা লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে।’’
advertisement
তিনি বলেন, ‘‘এতদিন কোনওরকম সভা সমাবেশ করিনি। শুধু বিভিন্ন মন্দিরে ঘুরেছি। আজ এই রোড শোয়ের মধ্য দিয়ে প্রচার শুরু হল। এর পরে তা ব্যাপক আকার নেবে।’’ বেশ কিছু জায়গায় রোড শোর পাশাপাশি কয়েকটি বড় আকারের জনসভাও হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘সেই সব জনসভায় দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতারা উপস্থিত থাকবেন।’’
Location :
West Bengal
First Published :
April 24, 2024 4:48 PM IST