Lok Sabha Election 2024: সারনা ধর্মের স্বীকৃতি না মেলায় ভোট বয়কটের ডাক আদিবাসী সংগঠনের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Lok Sabha Election 2024: আগামী ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদহের দুটি আসনে। তার আগে জেলার আদিবাসী সংগঠনগুলি কার্যত ভোট বয়কটের ডাক দিল
মালদহ: আদিবাসীদের নিজস্ব ‘সারনা’ ধর্মকে স্বীকৃতির দাবিতে লোকসভা ভোটের মধ্যেই ফের সরব হল আদিবাসী সংগঠনগুলি। এই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে একাধিক আদিবাসী সংগঠন। কিন্তু এখনও পর্যন্ত সেই স্বীকৃতি না মেলায় ফের সোচ্চার হলেন তাঁরা।
অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম পর্বের ভোটগ্রহণ হয়ে গিয়েছে। তবে মালদাহের দুটি আসনের ভোট এখনও বাকি। তার আগে সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে সোচ্চার হল জেলার আদিবাসী সংগঠনগুলি। লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে প্রতিটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। সেখানে নানা বিষয় তুলে ধরা হয়েছে। এলাকা ভিত্তিক উন্নয়ন থেকে শুরু করে সমাজের উন্নয়নকে তুলে ধরেছে রাজনৈতিক দলগুলি। কিন্তু আদিবাসীদের সারনা ধর্মের স্বীকৃতি প্রদানের কথা কোনও রাজনৈতিক দল তাদের ইস্তেহারে উল্লেখ করেনি।
advertisement
advertisement
আগামী ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদহের দুটি আসনে। তার আগে জেলার আদিবাসী সংগঠনগুলি কার্যত ভোট বয়কটের ডাক দিল। আদিবাসীদের ভোটদান থেকে বিরত থাকার আবেদন জানিয়েছে আদিবাসীদের দুই সংগঠন আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খন্ড দিশম পার্টি।
advertisement
আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের সভাপতি মোহন হাঁসদা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আদিবাসী ভোটারদের ব্যবহার করছে। আমরা দীর্ঘদিন ধরে সারনা ধর্মের স্বীকৃতির দাবি জানিয়ে আসছি। কিন্তু কেউ এখনও পর্যন্ত এগিয়ে আসেনি। এছাড়াও আমাদের আরও বেশ কয়েকটি দাবি রয়েছে। আমরা লোকসভা নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার আবেদন জানাব আদিবাসীদের। কেন্দ্র ও রাজ্যের দুই সরকারই আদিবাসীদের জন্য প্রকৃতপক্ষে কিছু করছে না বলে তিনি অভিযোগ করেন।
advertisement
উত্তর মালদহ ও দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্র মিলিয়ে জেলায় প্রায় এক লক্ষ আদিবাসী ভোট আছে। উত্তর মালদহের হবিবপুর, বামনগোলা, গাজোল ব্লকে সবচেয়ে বেশি আদিবাসী ভোট আছে। ফলে দুই আদিবাসী সংগঠন ভোট বয়কটের ডাক দেওয়ায় তার ব্যাপক প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2024 6:12 PM IST