Lok Sabha Election 2024: একদা গনি গড়ের সব বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Lok Sabha Election 2024: মালদহ দক্ষিণ লোকসভা আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১৯ জন প্রার্থী। ইংরেজবাজার, মানিকচক, সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর ও মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এবং ফরাক্কা বিধানসভা নিয়ে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র
মালদহ: সমস্ত বুথে থাকছে সিসিটিভি ক্যামেরা। করা হবে ওয়েব কাস্টিং। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের সব বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। রাত পোহালেই শুরু হবে ভোটগ্রহণ। তার আগে এটাই চুম্বকে একদা গনি গড়ের ছবি।
মালদহ দক্ষিণ লোকসভা আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১৯ জন প্রার্থী। ইংরেজবাজার, মানিকচক, সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর ও মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এবং ফরাক্কা বিধানসভা নিয়ে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৮২ হাজার ১৫৯ জন। পুরুষ ভোটার ৮ লক্ষ ৯৯ হাজার ৫২৪ জন। মহিলা ভোটার ৮ লক্ষ ৮২ হাজার ৫৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৮ জন। দক্ষিণ মালদহে মোট ভোট গ্রহণ কেন্দ্র ১৭৫৯ টি। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ২৭ টি।
advertisement
advertisement
২০১৯ সালে কান ঘেঁষে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী আবু হাসেন খান চৌধুরী ( ডালু)। তিনি পেয়েছিলেন ৪ লক্ষ ৪৪ হাজার ২৭০ টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন ৪ লক্ষ ৩৬ হাজার ০৪৮ টি। তৃতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৫১ হাজার ৩৫৩ টি। ৭ মে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে। মালদহ জেলা জুড়ে মোট ১৪৪ কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে নির্বাচনের জন্য। মালদহ দক্ষিণে মোট ভোট কর্মী থাকছেন ৫৭৬৮ জন। এবারেও এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2024 8:28 PM IST

