Lok Sabha Election Results 2024-Raju Bista: সবুজ ঝড়ের মধ্যেই পাহাড়ে উড়ল কমলা আবির! বিপুল ভোটে জয়ী রাজু বিস্তা! BJP-তেই ভরসা
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Lok Sabha Election Results 2024-Raju Bista: তৃণমূল প্রার্থী গোপাল লামাকে হারিয়ে পাহাড়ে জয়ী রাজু বিস্তা। জয় নিশ্চিত হতেই আনন্দে মাতলেন কর্মী সমর্থকরা
দার্জিলিং : রাজ্যে তৃণমূলের জয়জয়কার হলেও দার্জিলিং জেলায় জয়ী গেরুয়া ব্রিগেড। গণনা শেষ হতেই পাহাড় জুড়ে সেলিব্রেশন। তৃণমূল প্রার্থী গোপাল লামাকে হারিয়ে পাহাড়ে জয়ী রাজু বিস্তা। জয় নিশ্চিত হতেই আনন্দে মাতলেন কর্মী সমর্থকরা।পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল দার্জিলিং লোকসভা কেন্দ্র। স্বাধীনতার পর থেকেই, এই কেন্দ্রে পৃথক গোর্খাল্যান্ড গঠনের দাবিতে আন্দোলন মাথাচাড়া দিয়েছিল। তাই স্বাধীনতার পর থেকে বারবারই এই কেন্দ্রের রাজনৈতিক মেজাজ বদলেছে।এবারের নির্বাচনে এই কেন্দ্রে প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস।
দার্জিলিং-র মোট ভোটদাতার সংখ্যা ১৬,১১,৩১৭। ২০১৯-এ ভোট দিয়েছিলেন ১২,৬৭,২৭০ জন। পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের প্রায় সবকটিতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মূলত তৃণমূল ও বিজেপির মধ্যেই। ভোট প্রাপ্তির নিরিখে বাম-কংগ্রেস পিছিয়ে ছিল অনেকটাই। ২০১৯ সালে দার্জিলিঙে বিজেপির টিকিটে গত বার তৃণমূলের অমর সিং রাইকে হারিয়ে জিতেছিলেন রাজু বিস্তা । পেয়েছিলেন ৭ লাখ ৫০ হাজার ৬৭ ভোট । এবারও বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী রাজু বিস্তা।
advertisement
advertisement
রাজু বিস্তা বলেন, ” এই জয় পাহাড়ের মানুষের জয়। গোর্খা জনজাতি যে স্বপ্ন নিয়ে বাঁচছে, এই জয় সেই স্বপ্নের জয়। ‘ তিনি আরও বলেন, বিজেপি এবার পাহাড়ের আঞ্চলিক দল জিএনএলএফ, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা-সহ আরও চারটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে লড়াইয়ে নেমেছিল। এই জয় তাদেরও জয়। বাংলায় জিতলেও পাহাড় জয় কিন্তু এবারেও অধরা থেকে গেল তৃণমূলের। অন্য দিকে পাহাড়ে ফের জেতার পর আগামী লক্ষ্যে এগিয়ে যাবার দিকে অবিচল রাজু বিস্তা।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2024 7:25 PM IST