Lok Sabha Election Result: অন্যায়ের উপর ন্যায়ের জয় হবে! দার্জিলিংয়ের এগিয়ে বললেন রাজু বিস্তা
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
মহাকাল বাবার মন্দিরে পুজো দিয়ে দার্জিলিং গভমেন্ট কলেজের গণনা কেন্দ্রে উদ্দ্যেশে যান বিজেপি প্রার্থী রাজু বিস্তা। সেখানে সকলের সঙ্গে দেখা করেন। এবারও তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন বলে আশাবাদী।
দার্জিলিং: পশ্চিমবঙ্গের রাজনীতিতে লোকসভা ভোটে সবসময়ই বিশেষ ভূমিকা নিয়েছে পাহাড় ৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের দার্জিলিংয়ের প্রার্থী ছিলেন রাজু বিস্তা ৷ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ হন ৷ এবারও তাঁর উপরই ভরসা রেখেছে বিজেপি৷ তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে গোপাল লামাকে৷ এদিন সকালে মহাকাল বাবার মন্দিরে পুজো দিয়ে দার্জিলিং গভমেন্ট কলেজের গণনা কেন্দ্রে উদ্দ্যেশে যান বিজেপি প্রার্থী রাজু বিস্তা। সেখানে সকলের সঙ্গে দেখা করেন। এবারও তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন বলে আশাবাদী।
আরও পড়ুনঃ চলছে ভোট গণনা! বাংলায় কে কটা আসনে এগিয়ে? কী বলছে লেটেস্ট ট্রেন্ড? দেখুন শেষ মুহূর্তের আপডেট
রাজু বিস্তা বলেন, ‘গণনা চলছে । এখনও পর্যন্ত ৪ রাউন্ড গণনা হয়েছে। দার্জিলিংয়ের মানুষের জয় হবে। অন্যায়ের উপর ন্যায়ের জয় হবে। এটা নিশ্চিত।’ পাশাপাশি গোটা দেশেও ভাল ফল করবে আশাবাদী তিনি। রাজু বিস্তার সঙ্গে এদিন ছিলেন জিএনএলএফের সভাপতি মন ঘিসিং, বিধায়ক নিরোজ জিম্বা। তিনি আরও বলেন, সমগ্রভাবে দেখতে হলে পাহাড়ের মানুষের জয় হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। তবে দিনের শেষে ভোটগণনার পর এই কেন্দ্রে জনতা কাকে বসাবেন, তা জানা যাবে ৷
advertisement
advertisement
উল্লেখ্য, গত ২০১৯ লোকসভা নির্বাচনে প্রায় আড়াই লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন রাজু বিস্তা ৷ এবার তাঁর লক্ষ্য ৪ লক্ষ ভোটে জয়ী হওয়ার ৷ বিজেপি এবার পাহাড়ের আঞ্চলিক দল জিএনএলএফ, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা-সহ আরও চারটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে লড়াইয়ে নেমেছে ৷ তবে এবার ওই আসনে ত্রিমুখী লড়াই বেশ প্রাসঙ্গিক বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2024 2:13 PM IST