Lok Sabha Election 2024: নতুন ভোটারদের বুথমুখী করতে কমিশনের উদ্যোগ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Lok Sabha Election 2024: দক্ষিণ দিনাজপুর জেলায় মোট নতুন ভোটারের সংখ্যা ২৩ হাজার ৭৯০ জন। সকলের বয়সই ১৮-১৯ বছরের মধ্যে। ফলে এই বিপুল পরিমাণ যুব ভোটারদের কাছে টানতে মরিয়া সব রাজনৈতিক দল
দক্ষিণ দিনাজপুর: জেলার নতুন ভোটারদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নির্বাচন কমিশনের। অষ্টাদশ লোকসভা ভোট উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ইলেক্টোরাল লিটারেসি ক্লাব ও জেলা প্রশাসনের এই যৌথ উদ্যোগে সামিল হয়েছে কলেজ পড়ুয়ারাও।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় মোট নতুন ভোটারের সংখ্যা ২৩ হাজার ৭৯০ জন। সকলের বয়সই ১৮-১৯ বছরের মধ্যে। ফলে এই বিপুল পরিমাণ যুব ভোটারদের কাছে টানতে মরিয়া সব রাজনৈতিক দল। এদিকে গণতান্ত্রিক অধিকার ভোটদান প্রক্রিয়া থেকে এই নতুন ভোটাররা যাতে বিরত না থাকে তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভোটারদের কেন ভোটদান করা উচিত, কিংবা ভোটদান কীভাবে করতে হয় এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হচ্ছে নতুন ভোটারদের সামনে।
advertisement
advertisement
পাশাপাশি নতুন ভোটাররা শুধুমাত্র নিজের ভোটদান নয়, পরিবার সহ বাড়ির আশপাশের প্রতিবেশীদেরও যাতে ভোটদানের বিষয়ে উৎসাহিত করে সেই দিকেও আলোকপাত করা হয়েছে। ভোটদান সংক্রান্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। তাঁর সঙ্গে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক হার্স রশিদ, বালুরঘাটের বিডিও, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিমান চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক তাঁর বক্তব্যে বলেন, ভোটার লিস্টের নাম তোলা থেকে শুরু করে অন্যান্য পরিবর্তন বা সংযোজনের জন্য এখন থেকে মোবাইল অ্যাপ ব্যবহার করেই যে কোনও ভোটার তাঁর প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন। জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, এবারের লোকসভা ভোটে জেলায় মোট ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৬১ হাজার ৯৬৬ জন।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2024 8:21 AM IST