Lok Sabha Election 2024: বৃষ্টিতে ফুঁসে ওঠে জয়ন্তী! নদীতে জল বাড়লে কী করে যাবেন বুথে? চিন্তায় এলাকাবাসী
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Lok Sabha Election 2024: আলিপুরদুয়ারের শামুকতলার বাসিন্দারা ভোট দিতে যান নদীর ওপারে।ভুটান পাহাড়ের জয়ন্তী নদী পেড়িয়ে যেতে হয় বাসিন্দাদের।খরস্রোতা এই নদীটি একটু বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে ওঠে।
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের শামুকতলার বাসিন্দারা ভোট দিতে যান নদীর ওপারে। ভুটান পাহাড়ের জয়ন্তী নদী পেরিয়ে যেতে হয় বাসিন্দাদের।খরস্রোতা এই নদীটি একটু বৃষ্টিতেই পরিপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়। নদী জলে ভরে উঠছে।
এই অবস্থায় নদীতে জল হলে কীভাবে তা পেরিয়ে ওপারে পৌঁছোবেন এলাকাবাসীরা তা নিয়ে চিন্তিত। শুধু ভোট কেন্দ্র নয়, ওই পাড়ে রয়েছে আইসিডিএস স্কুলও। নদীতে জল বাড়লেই বাসিন্দারা আর নদী পেরনোর সাহস দেখান না। কারণ নদীর স্রোত এতটাই ভয়ঙ্কর থাকে,তা যখন তখন ভাসিয়ে নিয়ে যেতে পারে মানুষকে।
advertisement
advertisement
বৃষ্টি হলে জয়ন্তী নদীকে ভয় পান এলাকাবাসীরা। দুটি বুথ মিলিয়ে এলাকার ভোটার সংখ্যা ১৮০০ জন। যদি একটি সেতু থাকত তাহলে ঘড়ি ধরে ১০ মিনিটেই পৌঁছে যাওয়া যায় ভোট দিতে ভোট গ্রহণ কেন্দ্রে। নদীতে জল না থাকলে তা পেড়িয়ে ওপারে যেতে সময় লেগে যায় ২০ মিনিট। শামুকতলা এলাকায় ভোট প্রচারেও আসেনা কেউ।
advertisement
এই রাস্তাটি না ব্যবহার করলে রয়েছে আরেকটি রাস্তা যা সলসলাবাড়ি হয়ে যেতে হয়। কিন্তু ওই পথটি দিয়ে গেলে ঘুরতে হয় বেশি বলে জানিয়েছেন বাসিন্দারা। এমনকি অটো, বাসে গেলে জন প্রতি খরচ হয় পনেরো টাকা।গরম তো পড়েছে এলাকায়, তবে বৃষ্টি পিছু ছাড়ছে না। ওপারে ভোট কীভাবে দিতে যাবেন তাই ভাবছেন এলাকার বাসিন্দারা।
advertisement
Ananya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2024 7:57 PM IST