#শিলিগুড়ি: করোনা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সর্বত্রই। যেভাবে এর প্রকোপ ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে, তা যথেষ্টই ভাবাচ্ছে দেশবাসীকে। আর তাই দেশবাসীকে গৃহ বন্দি থাকবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। করোনার মোকাবিলায় লকডাউন চলছে। দেশ জুড়েই এর ভালোই প্রভাব পড়েছে। রাস্তাঘাট শুনশান। নিজেদের ঘর বন্দি রাখছেন দেশবাসী। কেননা লোক সমাগম এড়িয়ে চলতে হবে, নির্দেশ রাজ্য এবং কেন্দ্রের। না মানলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, ঘোষণা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের। এবারে লকডাউন চা বাগানে! হ্যাঁ, ঠিকই পড়ছেন। শিলিগুড়ি থেকে রোহিণী যাওয়ার পথে শিমূলবাড়ি চা বাগান। এই চা বাগানে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা। নির্দেশিকা জারি করেছে চা বাগানেরই শ্রমিকেরা।
বাগানের বিভিন্ন লাইনে বাইরের কেউ ঢুকতে পারবে না। এমনকি পাশের কোনো গ্রাম বা বস্তি থেকেও না। এমনই নোটিশ জারি করেছে চা শ্রমিকেরা। বাগানে ঢোকার মুখে বাঁশ ফেলে দেওয়া হয়েছে। তাতে লেখা, করোনার জেরে বাগানে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হবে না। শ্রমিকেরা জানান, করোনার প্রকোপ বাড়ছে। ইতিমধ্যেই কালিম্পংয়ে করোনা আক্রান্তে একজন মহিলার মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ ধরা পড়েছে মৃত মহিলার সংস্পর্ষে আসা আরো দশ জনের। তার মধ্যে শিশু ও মহিলাও রয়েছে। মৃতার স্বামীও মেডিকেলের কোভিড পজিটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন। আর এর জেরেই কালিম্পংয়ের পাশাপাশি দার্জিলিং ও সমতলেও করোনা আতঙ্ক ছড়িয়েছে। এবার তা এসে পড়েছে চা বাগানেও। করোনা নিয়ে সতর্ক চা বাগানের শ্রমিকেরা। যা যথেষ্টই ইঙ্গিতপূর্ণ। যেখানে লকডাউন উপেক্ষা করে শহরে দেখা মিলছে অতি উৎসাহীদের। বাজারঘাটে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। সেখানে চা বাগানে অন্য ছবি ধরা পড়লো। এমন ছবি শহরাঞ্চলেও ধরা পড়লে অন্য বার্তা পৌঁছত। এমনটাই মনে করছে ঘর বন্দিরা। এর আগে শিলিগুড়ির ১ ও ৪৫ নম্বর ওয়ার্ড, চম্পাসারি ও মিলনমোড়ের মধ্যেও লকডাউনের নোটিশ জারি করা হয়েছে। অন্য এলাকার থেকে বিচ্ছিন্ন! সৌজন্যে করোনা ভাইরাস।
PARTHA PRATIM SARKAR
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, North Bengal, Tea Garden