Turtle Rescue: এলাকাবাসীর তৎপরতা উদ্ধার কচ্ছপ, দেখুন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Turtle Rescue: ধানখেতে কোথার থেকে চলে এল কচ্ছপ, তা জানা নেই কারও। তারপর থেকে কচ্ছপটির সুরক্ষা দিয়েছে এলাকাবাসীরা
আলিপুরদুয়ার: হঠাৎই ধান ক্ষেতের মধ্যে কচ্ছপের দেখা, কোথা থেকে চলে এল কচ্ছপ? তা জানা নেই কারও। তারপর থেকে বনদপফতরের হাতে তুলে দেওয়া পর্যন্ত কচ্ছপটির সুরক্ষা দিয়েছে এলাকাবাসীরা।
ফালাকাটা পুরসভার ৬নম্বর ওয়ার্ডের বাগানবাড়ির মুজনাই নদীর পারে ধানখেত থেকে একটি কচ্ছপ দেখতে পান এলাকাবাসীরা, এরপর এলাকাবাসীরা বনদফতরে খবর দেয় এবং তাদের প্রচেষ্টায় জলদাপাড়া বনবিভাগে বন কর্মীরা হাতে তুলে দেওয়া হয় কচ্ছপটিকে। সে জলজ্যান্ত কচ্ছপটি ওখানে পড়ে থাকলে এলাকাবাসীর ধারনা ছিল কচ্ছপটি বিপদে পড়তে পারতো, কচ্ছপটি লম্বায় ছিল প্রায় ২ফুট। একটি কুকুর সেটির পেছনে ঘুরছিল। বিপদ ঘটতে পারে যখন তখন ঘটে যেতে পারত, এই আঁচ করে এলাকাবাসীরা উদ্ধার করে কচ্ছপটি। এরপর একটি বালতিতে জল দিয়ে সেটিকে রেখে দেওয়া হয় যাতে কচ্ছপটির কোন অসুবিধা না হয়।
advertisement
advertisement
বন্যপ্রাণকে রক্ষা করা প্রত্যেকটি সাধারণ মানুষের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করায় বন বিভাগের তরফে এলাকাবাসীদের কুর্নিশ জানানো হয়েছে একটি বন্যপ্রাণ রক্ষা করার জন্য। এভাবেই এলাকায় কোনও বন্যপ্রাণী দেখলে খবর দিতে বলা হয়েছে বন দফতরে।
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2024 10:41 PM IST