Local News: আধুনিক চিকিৎসা দিতে মালদহ মেডিকেলে নতুন সিসিইউ ওয়ার্ড

Last Updated:

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবনে রয়েছে সিসিইউ ওয়ার্ড। দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিকাঠামো ও ভবনের বেশ কিছু জায়গা নষ্ট হয়ে গিয়েছিল

+
নতুন

নতুন সিসিইউ ওয়ার্ড 

মালদহ: চিকিৎসা পরিষেবা আরও উন্নত করা হল মালদহ মেডিকেল কলেজের। চালু হল অত্যাধুনিক সিসিইউ ওয়ার্ড। নতুন করে নয়, সংস্কার করে নতুনভাবে চালু হল সিসিইউ ওয়ার্ড। এমনকি বাড়ানো হল শয্যার সংখ্যা। এতদিন এইচডিইউ ও সিসিইউ ওয়ার্ড এক সঙ্গে চলছিল। ফলে রোগী ভর্তির ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছিল। সিসিইউ ও এইচডিইউ বিভাগ সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়ায় রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে অনেকটাই সুবিধা হবে।
মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবনে রয়েছে সিসিইউ ওয়ার্ড। দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিকাঠামো ও ভবনের বেশ কিছু জায়গা নষ্ট হয়ে গিয়েছিল। মালদহ মেডিকেল কলেজের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, সংস্কার করা হয়েছে সিসিইউ ওয়ার্ড। অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে এবার সিসিইউ ওয়ার্ডে। পাশাপাশি নতুন করে দুটি শয্যা যোগ করা হয়েছে এই ওয়ার্ডে।
advertisement
advertisement
মালদহ মেডিকেল কতৃপক্ষ সিসিইউ ওয়ার্ড সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। এতদিন সিসিইউ ওয়ার্ড চলছিল এইচডিইউ ওয়ার্ডে। এখানে মোট ১৮ টি বেড রয়েছে। একসঙ্গে এতগুলো বেডের পরিষেবা দিতে সমস্যা হচ্ছিল চিকিৎসক, নার্সদের। পুরনো সিসিইউ ওয়ার্ড সংস্কার করে ফের চালু করা হল। প্রত্যেকটি শয্যা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত। মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতি মুখোপাধ্যায় বলেন, পুরনো ওয়ার্ডে কিছু সংস্কার করা হয়েছে। সংস্কারের পর নতুনভাবে চালু করা হল। এখান রোগীরা আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিন এক ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ওয়ার্ডের চালু করেন মেডিকেল কলেজের কর্তারা। উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি প্রসেনজিৎ বর সহ অন্যান্য চিকিৎসক-নার্সরা।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Local News: আধুনিক চিকিৎসা দিতে মালদহ মেডিকেলে নতুন সিসিইউ ওয়ার্ড
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement