Livelihood Crisis: টোটো চালানোই ভবিষ্যৎ! কবে খুলবে কুলিক দুগ্ধ প্রকল্প

Last Updated:

Livelihood Crisis: দুগদ্ধ প্রকল্প বন্ধ থাকায় কর্মসংস্থান হারিয়ে কেউ চালাচ্ছেন টোটো। কাউকে আবার বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হচ্ছে

+
কুলিক

কুলিক দুগ্ধ প্রকল্প

উত্তর দিনাজপুর: তালা বন্ধ গেট, চারিদিকে আগাছা ও জঙ্গলে ভর্তি। আচমকা দেখে কোনও পরিত্যক্ত বাড়ি বলে মনে হলেও আদতে এটা বন্ধ হয়ে যাওয়া সরকারি দুগ্ধ প্রকল্পের প্রতিষ্ঠান। রায়গঞ্জ ব্লকের ১৪ নম্বর কমলাবাড়ি (১) গ্রাম পঞ্চায়েতের অধীন কর্ণজোড়ায় অবস্থিত কুলিক দুগ্ধ প্রকল্প। প্রায় বছর তিনেক আগে এই প্রকল্পে ভাটা পড়ে থাকলেও বর্তমানে একেবারেই বন্ধ।
অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন দুগ্ধ প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। দুগদ্ধ প্রকল্প বন্ধ থাকায় কর্মসংস্থান হারিয়ে কেউ চালাচ্ছেন টোটো। কাউকে আবার বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হচ্ছে। জানা গিয়েছে, একসময় এই দুগ্ধ প্রকল্পে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় ৪০ জন কর্মী কাজ করতেন। এছাড়াও দুই দিনাজপুর জেলা থেকে প্রচুর পরিমাণে দুধ আমদানীও হত। যার সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ৪০ জন গোয়ালা এবং বেশ কিছু সরবরাহকারী। এখানেই বাইরে থেকে আসা দুধকে বিভিন্ন প্রক্রিয়ায় পরিশুদ্ধকরণের পর প্যকেটজাত করা হত। দুধের পাশাপাশি ঘি, পনীর-সহ অন্যান্য দুগ্ধজাত সামগ্রীকে বাজারজাত করা হত সরকারিভাবে।
advertisement
advertisement
কিন্তু আচমকা দুই বছর আগে প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছেন প্রকল্পের সঙ্গে যুক্ত দিন আনা দিন খাওয়া কর্মীরা৷ হারিয়েছেন কর্মসংস্থান, ফলে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে কোনও রকমে সংসার চালাচ্ছেন তাঁরা। প্রকল্পের প্রাক্তন অস্থায়ী কর্মী সুশীল সরকার বলেন, প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় চরম দুরাবস্থায় দিন কাটছে। এখনও বকেয়া পারিশ্রমিক পাননি। গোয়ালা থেকে শুরু করে স্থায়ী, অস্থায়ী শ্রমিক মিলিয়ে একাধিক পরিবার এখন কর্মহীন। ভোট মিটতেই প্রকল্পটিকে সচল করার দাবি জানাচ্ছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়া কর্মীরা।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Livelihood Crisis: টোটো চালানোই ভবিষ্যৎ! কবে খুলবে কুলিক দুগ্ধ প্রকল্প
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement