Durga Puja 2024: দুর্গাপুজো আসতেই ব্যস্ত এই শিল্পীরা, দেখুন

Last Updated:

Durga Puja 2024: নিত্য নতুন ডিজাইনের আলোর রোশনাই বানাতে হচ্ছে শিল্পীদের। দিনরাত এক করে নাওয়া-খাওয়া ভুলে কাজ করে চলেছেন শিল্পীরা

+
কাজে

কাজে ব্যস্ত আলোকসজ্জার শিল্পী

কোচবিহার: জোরকদমে চলছে দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ। এখন এমনিতেই চারিদিকে পুজোর থিমের রমরমা। তবে মণ্ডপ সজ্জায় আগের থেকে অনেক বেশি সময় লাগে এখন। ফলে শুধু মণ্ডপ শিল্পী বা ডেকরেটর্সের লোকজনই নয়। এখন ব্যস্ততা তুঙ্গে আলোক শিল্পীদেরও। আর তাঁদের এই ব্যস্ততাই আরও পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব একেবারে দোরগোড়ায়। বর্তমানে কোন পুজো কমিটির আলোকসজ্জা কত ভাল হল তা নিয়ে প্রতিযোগিতা হয় গোটা বাংলাজুড়ে। পুজো কমিটিগুলোর মধ্যে এই নিয়ে চলে দারুণ রেষারেষি। সেই তালিকা থেকে বাদ নেই কোচবিহার জেলাও।
আরও পড়ুন: পোষ্য বিড়ালকে মেরে ফেলার প্রতিবাদ করায় তরুণীর শ্লীলতাহানি! রায়গঞ্জে উত্তেজনা
আলোকশিল্পী নির্মল বর্মন জানান,  প্রতিবছর নতুন নতুন আলোকসজ্জা এনে দর্শকদের চমকে দেওয়ার গুরু দায়িত্ব থাকে আলোক শিল্পীদের উপর। নিত্য নতুন ডিজাইনের আলোর রোশনাই বানাতে হচ্ছে তাঁদের। দিনরাত এক করে নাওয়া-খাওয়া ভুলে কাজ করে চলেছেন শিল্পীরা। কোচবিহারের আলোক শিল্পীদের তৈরি বাহারি নকশার আলো বিভিন্ন ছোট-বড় দুর্গাপুজো মণ্ডপকে সাজিয়ে তোলে। কাজ ও ব্যস্ততা প্রসঙ্গে কোচবিহারের আলোক শিল্পী সমর বর্মন বলেন, এই বছর অনেক জায়গা থেকে অর্ডার এসেছে। তাঁদের নিজের হাতেই তৈরি করা ডিজাইনের লাইট বোর্ড যাবে বহু জায়গায়। ফলে এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে। সারাদিন কাজ করেও অর্ডার সামলাতে হচ্ছে। তবে তাঁদের তৈরি জিনিস দুর্গা পুজোর প্যান্ডেলে ব্যবহার হয় ভেবেই খুশি তাঁরা।
advertisement
ডেকোরেটার্স ব্যবসায়ী দুলাল শিকদার জানান, আলোক শিল্পীদের তৈরি নিত্য নতুন ডিজাইনের আলোর চাহিদা তৈরি হয়েছে কোচবিহারে। এই বছর কোচবিহারেও পুজো দারুন জাঁকজমকের সঙ্গে হচ্ছে। তাই আলোর রোশনাই দরকার পড়বে প্রচুর পরিমাণে। ইতিমধ্যে অর্ডার আসা শুরু হয়ে গিয়েছে। বাইরে থেকেও প্রচুর অর্ডার আসতে শুরু করেছে। তাঁরা সব জগতেই অর্ডার পৌঁছনোর চেষ্টা করছেন। আলোক শিল্পীরা দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন গত একমাসের‌ও বেশি সময় ধরে। এই বছর সব জায়গাতেই পুজো ভাল হচ্ছে। তাই এই বছর অর্ডারের সংখ্যা বেশ অনেকটাই বৃদ্ধি পাওয়ার কারণে, কিছুটা হলেও আশার আলো দেখছেন শিল্পীরা।
advertisement
advertisement
সার্থক পন্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2024: দুর্গাপুজো আসতেই ব্যস্ত এই শিল্পীরা, দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement