স্কুলে দাপিয়ে বেড়াচ্ছে লেপার্ড! ভয়ে হাড়হিম কালচিনির পড়ুয়া থেকে এলাকাবাসীদের
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
স্কুলের ভেতর ঘুরে বেরচ্ছে লেপার্ড। এই দৃশ্য দেখে ভয়ে কাঁটা পড়ুয়ারা। স্কুলে এসে লেপার্ডের হানায় প্রাণ যাক, চাইছে না কোনও পড়ুয়া। অভিভাবকরা চিন্তিত, আপাতত পড়ুয়াদের স্কুলে কম পাঠাচ্ছেন তারা।
অনন্যা দে, আলিপুরদুয়ার: স্কুলের ভেতর ঘুরে বেড়াচ্ছে লেপার্ড। এই দৃশ্য দেখে ভয়ে কাঁটা পড়ুয়ারা। স্কুলে এসে লেপার্ডের হানায় প্রাণ যাক, চাইছে না কোনও পড়ুয়া। অভিভাবকরা চিন্তিত, আপাতত পড়ুয়াদের স্কুলে পাঠাতেই চাইছেন না তাঁরা।
এমন ছবি দেখা গেল কালচিনি মডেল স্কুলে। প্রায় এক মাস ধরে লেপার্ডকে কখনও স্কুলের মাঠে আবার কখনও স্কুল পাঁচিলে দেখছে পড়ুয়া থেকে শুরু করে এলাকাবাসীরা। এরপর থেকে তারা নিরাপত্তার অভাব বোধ করতে শুরু করেন।কালচিনি মডেল স্কুলে এই বিষয়টি তারা জানান কিন্তু স্কুল কর্তৃপক্ষ বিষয়টি প্রথমে মানতে চাইছিলেন না বলে জানা যায়। এরপর স্কুলের এক গ্রুপ ডি-র কর্মী লেপার্ডটি দেখেন। তারপরেই বক্সা ব্যাঘ্র প্রকল্পে খবর দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: মালদহ, মুর্শিদাবাদের ভাঙ্গন রুখতে রিপোর্ট তৈরির কাজ শুরু, অর্থ দেবে কে? কেন্দ্রের সাহায্য?
advertisement
কালচিনি মডেল স্কুল যে স্থানে রয়েছে, সেখানে ঝোপঝাড় বেশি। অনেকটা এলাকাজুড়ে থাকায় সেই ঝোপঝাড় পরিষ্কার হত না। এই পরিষ্কারের কাজ চালিয়ে যাওয়া খরচ সাপেক্ষ বলে জানান স্কুলের শিক্ষক, শিক্ষিকারা।এদিকে লেপার্ডের উপস্থিতিতে ক্লাস মাঝেমধ্যে বন্ধ রাখতে হচ্ছে স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের। পড়ুয়ারা ভয়ে আসছে না। এভাবে কতদিন চলবে বুঝতে পারছিলেন না স্কুল শিক্ষক-শিক্ষিকারা স্কুলের অভিভাবকরা জানাচ্ছেন তারা কোন ভরসায় নিজেদের সন্তানদের স্কুলে পাঠাবেন বুঝছেন না।স্কুলের ভেতর বাইরে থেকে দেখলেই তাঁদের গা ছমছম করে।
advertisement
স্কুলের এক শিক্ষিকা মালতি রায় জানান, “স্কুলের পরিবেশ স্বাভাবিক করার জন্য লেপার্ডের ধরা পড়া জরুরি। বন দফতরের সঙ্গে যোগাযোগ করার পর তারা খাঁচা বসিয়েছেন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 11:26 AM IST