Leopard Cub: ডুয়ার্সের চা বাগানে উদ্ধার শাবক চিতাবাঘকে নিয়ে চিন্তায় বনকর্মীরা, মা বাঘ শাবককে ফেরাবে তো?
- Published by:Raima Chakraborty
Last Updated:
আরও অবাক কাণ্ড, সেই শাবক চিতাবাঘকে (Leopard Cub) নিয়ে বাড়িতে চলে যান উদ্ধারকারী ব্যক্তি।
#জলপাইগুড়ি: চা বাগানের ভিতর থেকে আচমকা চিতাবাঘের শাবক (Leopard Cub) পেয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ির নেপুচাপুর চা বাগানে। আরও অবাক কাণ্ড, সেই শাবক চিতাবাঘকে (Leopard Cub) নিয়ে বাড়িতে চলে যান উদ্ধারকারী ব্যক্তি। পরে বনকর্মীরা খবর পেয়ে আবার সেটিকে (Leopard Cub) উদ্ধার করে যথাস্থানে ছেড়ে দিয়ে আসে। গোটা ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় মাল মহকুমার নেপুচাপুর চা বাগানে।
এদিন সকাল বেলা চা-বাগান সংলগ্ন এলাকায় চা বাগানের শ্রমিকরা বাগানে কাজ করার সময় একটি চিতাশাবকের দেখতে পায়। ছোট শাবক দেখে অনেকেই শাবক টিকে হাতে তুলে নিয়ে সেলফি তোলেন আবার অনেকে এই বিরল দৃশ্য ক্যামেরা বন্দিও করে রাখেন। সেই বাগানের শ্রমিকদের মধ্যে একজন শাবকটিকে বাড়িতে এনে খাঁচায় বন্দী করে রাখেন বলে স্থানীয়দের দাবি। এর পর খবর দেওয়া হয় বনকর্মীদের। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের শাবকটিকে উদ্ধার করে আবারও সেই বাগানের যথাস্থানে রেখে আসে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুন: বক্সায় ফের মিলল 'রাজকীয়' দর্শন! জঙ্গলে বাড়ছে ট্র্যাপ-ক্যামের নজরদারি, কোন উদ্বেগে বনবস্তি?
মাল বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীরা জানান, 'শাবক থাকা মানে মা চিতাবাঘ আশেপাশে আছে। এভাবে শাবক তুলে নিয়ে এলে মা চিতাবাঘ আক্রমণ করতে পারে। আমরা যথাস্থানে রেখে এসে পর্যবেক্ষণ করছি। আশা করি রাতে মা চিতাবাঘ শাবককে নিয়ে যাবে। এভাবেই চিতাবাঘ শাবকদের নিয়ে স্থান পরিবর্তন করে।' তাঁরা আরও জানান, শাবকটিকে যতক্ষণ না তার মা চিতাবাঘ নিয়ে যাচ্ছে, ততক্ষণ সেই শাবকটির উপরে নজর রাখবে বন দফতর।
advertisement
advertisement
আরও পড়ুন: বক্সায় ৫ দিন পর চালু হচ্ছে জঙ্গল সাফারি, দর্শন মিলতেই পারে রয়্যাল বেঙ্গলের!
পরিবেশ প্রেমী নফসার আলি বলেন, 'চা বাগানের নালাগুলিতে সাধারণত চিতা শাবকদের দেখা যায়। কারণ চিতাবাঘ চা বাগানের নালাতেই বাচ্চা প্রসব করে থাকে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে। এখন শাবকগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। এখন তারা চলাফেরা করে নালা থেকে কখনও বাগানের উপরে, কখনও বা রাস্তায় চলে আসে। তাই এই সময়টাতে সাবধানতা অবলম্বন করা উচিত। যেভাবে বাগানের শ্রমিকরা নিজের হাতে শাবকটিকে তুলে নিয়েছেন যে কোনও সময় মা চিতা হামলা করতে পারত। এমন কী মানুষের সংস্পর্শে এলে শাবকটিকে মা চিতা ফিরিয়ে নাও নিতে পারে। তাই বন দফতরের উচিত সঠিক নজরদারি চালানো শাবকটির উপরে।'
advertisement
রকি চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2022 6:48 PM IST