পুরভোটে আসন সমঝোতা নয়, বাম-কংগ্রেস জোট হচ্ছেই নিশ্চিত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

Last Updated:

কোথাও কোনও আসন সমঝোতা নয় বরং সরাসরি জোট-ই করবে কংগ্রেস। এই জোট হবে রাজ্যস্তরে। মালদহে দলীয় কর্মসূচিতে এসে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র।

#মালদহ: আগামী পুরসভা ভোটেরাজ্যজুড়ে সিপিএমের সঙ্গে জোট করবে কংগ্রেস। কোথাও কোনও  আসন সমঝোতা নয় বরং সরাসরি জোট-ই করবে কংগ্রেস। এই জোট হবে রাজ্যস্তরে। মালদহে দলীয় কর্মসূচিতে এসে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র। সাংগঠনিক দুর্বলতার কারনেই সিপিএমের সঙ্গে জোট করছে কংগ্রেস, বললেন সোমেন। তাঁর কথায়, পি কে ম্যাজিকের কথা শুনছি। তিনি নাকি পেশী শক্তি ছাড়া পুরভোটের কথা বলেছেন। কিন্তু,তাঁর পরামর্শ তৃণমূল শুনবে বলে মনে হয় না।
রবিবার মালদহে সিএএ এবং এনআরসি বিরোধী কর্মশালায় যোগ দিতে আসেন কংগ্রেস নেতৃত্ব। ওই দলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন ছাড়াও সাংসদ ও এআইসিসির পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সম্পাদক গৌরব গগৈ, প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি আবুহাসেম খান চৌধুরী। মালদহ টাউন হলে এদিন  জেলা কংগ্রেসের ডাকে দলীয় কর্মীসভা হয়। রাজ্যে পুরভোটের দামামা বেজে যাওয়ায় এদিনের সভায় আসন্ন পুরভোট নিয়ে দলীয় কর্মীদের কাছে বার্তা দেন কংগ্রেস নেতৃত্ব। এরইফাঁকে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি এরাজ্যে পুরভোটে সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসন আর পেশিশক্তি ছাড়া এরাজ্যে ভোট হয় না।
advertisement
পিকে প্রসঙ্গে তিনি বলেন, পিকের ম্যাজিকের কথা শুনেছি। কিন্তু এখনো দেখিনি। তবে উনি পেশী শক্তি ছাড়া পুরভোটের কথা বললেও তৃণমূল সেই পরামর্শ শুনবে বলে বিশ্বাস নেই। রাজ্যে পুরভোটের আগে এদিন তাৎপর্যপূর্ণভাবে দলীয় সাংগঠনিক দুর্বলতার কথাও সরাসরি স্বীকার করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি স্পষ্ট জানান, দলের সাংগঠনিক দুর্বলতা রয়েছে আর এই কারণেই সিপিএমের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন বিজেপি,তৃণমূল দুই দলই মতলবি। একমাত্র কংগ্রেস সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন করছে, কাজ করছে। এই বিষয়টি পুরভোটে মানুষের কাছে নিয়ে যাওয়া হবে। তবে জোট কতটা সফল হবে তা ঠিক করবেন সাধারণ ভোটাররা।
advertisement
advertisement
Sebak DebSarma
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পুরভোটে আসন সমঝোতা নয়, বাম-কংগ্রেস জোট হচ্ছেই নিশ্চিত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement