Offbeat Destination: খরস্রোতার শব্দ, পাখির ডাক আর সূর্যাস্তের আলো...ছোট্ট ছুটিতে কম খরচে চলুন এই গ্রামে

Last Updated:

Offbeat Destination: চারিদিকে পাহাড় শান্ত পরিবেশ এবং তার মাঝে একটি সুন্দর জনবসতি গড়ে উঠেছে। এখানে এলে মন ভালো হয়ে যাবে নিশ্চিত।

+
শীতের

শীতের মরশুমে ঘুরে আসতে পারেন সবুজে ঘেরা গ্রাম

অনির্বাণ রায়, কার্শিয়াং : এই পৃথিবীতে ঘুরতে ভালবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে যদি কিছুটা সময় কাটানো যায় তাহলে তো মন্দ হয় না । যারা প্রকৃতিকে ভালবাসেন সেই ভ্রমণপিপাসু মানুষের জন্য সেরা ঠিকানা হতে পারে কার্শিয়াং এর ফাজে বস্তি। চার দিকে পাহাড়, শান্ত পরিবেশ এবং তার মাঝে একটি সুন্দর জনবসতি গড়ে উঠেছে। এখানে এলে মন ভাল হয়ে যাবে নিশ্চিত। প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা এটি । কার্শিয়াং এর সেপোয় ধুরা থেকে মাত্র তিন কিলোমিটার নিচে ফাজে বস্তি হতে পারে এই শীতে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা।
পাহাড়ের মাঝে এই গ্রামটি খুব বেশি হলে ১০-১২টি পরিবার নিয়ে গড়ে উঠেছে। ভোরের পাখিদের কুঞ্জন এবং সন্ধ্যাবেলা পাহাড়ের মাঝে সূর্যকে ডুবে যেতে দেখে আপনার মনে অনেক শান্তির অনুভব হতে পারে। আপনি চাইলে গ্রামের আশেপাশের পাহাড়ে ট্রেকিংও করতে পারেন। সবুজ জঙ্গল ও পাহাড়ে ঘেরা এই গ্রামটিতে বিরাজ করছে শান্ত ও নিরিবিলি পরিবেশ। শহরের কোলাহল থেকে একদম দূরে একটি নির্জন, নিরিবিলি পরিবেশে এই গ্রামটি অবস্থিত। তবে শুনতে পাবেন নদীর স্রোতের আওয়াজ, জঙ্গলে পাখিদের গান, আর শুনতে পাবেন মৃদু হাওয়ায় পাতা নড়ার আওয়াজ।
advertisement
advertisement
এখানের একটি হোমস্টে-এর অন্যতম কর্ণধার রতন রানা বলেন, ” মানুষ এখন শহরের কোলাহল ছেড়ে একটু সবুজের মাঝে সময় কাটাতে চায়। তাই তাদের জন্য একটি আদর্শ জায়গা কার্শিয়াং এর ফাজে বস্তি। আমাদের হোমস্টের নাম সুরাকশা হোমস্টে। মাত্র ১৫০০ টাকা খরচ করলেই তিন বেলা থাকা খাওয়া মিলে যাবে এখানে।” তিনি আরও বলেন, আমাদের এই গ্রামে কিছুটা সময় কাটালে প্রকৃতির ছোঁয়ায় সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় সকলের । তাই নিজেদের ব্যস্ত জীবন থেকে সামান্য সময় বার করে চলে আসুন কার্শিয়াং এর ফাজে বস্তি। সারা জীবন একটি আলাদা অভিজ্ঞতার সাক্ষী থাকবেন আপনি।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Offbeat Destination: খরস্রোতার শব্দ, পাখির ডাক আর সূর্যাস্তের আলো...ছোট্ট ছুটিতে কম খরচে চলুন এই গ্রামে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement