ধূপগুড়িতে যাবতীয় রীতিনীতি মেনেই সুসম্পন্ন ঐতিহ্যবাহী কুমারী পুজো

Last Updated:

প্রবল খুশিতে সূর্য সেন কলোনি, আকাশে বাতাসে আজ খুশির মেজাজ

#জলপাইগুড়ি: প্রতি বছরের মত এ বছরও কুমারী পুজোর আয়োজন করেছে ধূপগুড়ি স্বয়ংসিদ্ধা মহিলা পরিচালিত দূর্গাপূজা কমিটি। এদিন সকাল ৯টায় সূর্য সেন কলোনির কুমারী পুজো । সূর্য সেন কলোনির ৭ বছরের এক শিশুকে পুজো দেওয়া হয়।
সকালবেলা নিয়ম নেমে হলুদ দিয়ে তাকে স্নান করানো হয়। এরপর কুমারী রূপে যে শিশুকে পুজো করা হয়ে থাকে তাকে ৷ সিংহাসনে দেবীর মত সাজিয়ে বসানো হয়। তারপর তাকেই পুজো করা হয়। দেবীর সামনে যজ্ঞ করা হয় পূজারত কুমারী । এলাকার সমস্ত মহিলারা অংশ নেন এই পুজোতে । গত ১২ বছর ধরে এই পুজোর আয়োজন করে আসছে ওই এলাকার ৮০ জন মহিলা।
advertisement
পুজো কমিটির সম্পাদক, পিকাই সরকারের মতে, আমরা এলাকার ৮০ জন মহিলা মিলে এই পুজো টার আয়োজন করে থাকি। এদিনও ৭ বছরের এক কুমারীকে পুজো দেওয়া হয় প্রতিমার সামনে বসিয়ে। রীতিমত যজ্ঞ করা হয়। নিয়ম মেনে সম্পূর্ণ করা হয় এই পুজো।
advertisement
এলাকার বাসিন্দা পূজা দত্ত জানিয়েছেন, প্রতিবছর এই কুমারী পুজোতে অংশগ্রহণ করে থাকেন, অঞ্জলি দেন। দারুণ আনন্দ করেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ধূপগুড়িতে যাবতীয় রীতিনীতি মেনেই সুসম্পন্ন ঐতিহ্যবাহী কুমারী পুজো
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement