#জলপাইগুড়ি: প্রতি বছরের মত এ বছরও কুমারী পুজোর আয়োজন করেছে ধূপগুড়ি স্বয়ংসিদ্ধা মহিলা পরিচালিত দূর্গাপূজা কমিটি। এদিন সকাল ৯টায় সূর্য সেন কলোনির কুমারী পুজো । সূর্য সেন কলোনির ৭ বছরের এক শিশুকে পুজো দেওয়া হয়।
সকালবেলা নিয়ম নেমে হলুদ দিয়ে তাকে স্নান করানো হয়। এরপর কুমারী রূপে যে শিশুকে পুজো করা হয়ে থাকে তাকে ৷ সিংহাসনে দেবীর মত সাজিয়ে বসানো হয়। তারপর তাকেই পুজো করা হয়। দেবীর সামনে যজ্ঞ করা হয় পূজারত কুমারী । এলাকার সমস্ত মহিলারা অংশ নেন এই পুজোতে । গত ১২ বছর ধরে এই পুজোর আয়োজন করে আসছে ওই এলাকার ৮০ জন মহিলা।
পুজো কমিটির সম্পাদক, পিকাই সরকারের মতে, আমরা এলাকার ৮০ জন মহিলা মিলে এই পুজো টার আয়োজন করে থাকি। এদিনও ৭ বছরের এক কুমারীকে পুজো দেওয়া হয় প্রতিমার সামনে বসিয়ে। রীতিমত যজ্ঞ করা হয়। নিয়ম মেনে সম্পূর্ণ করা হয় এই পুজো।
এলাকার বাসিন্দা পূজা দত্ত জানিয়েছেন, প্রতিবছর এই কুমারী পুজোতে অংশগ্রহণ করে থাকেন, অঞ্জলি দেন। দারুণ আনন্দ করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2018, Jalpaiguri. Dhupguri, Kumari Puja, কুমারী পুজো, পুজোর আনন্দ, পুজোর মজা