North Dinajpur News: দাম বাড়ল সরস্বতী প্রতিমার, দেখে নিন এই কত টাকায় কিনলে ঠকতে হবে না
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
সরস্বতী প্রতিমার দাম এই বছর গত বছরের তুলনায় বেড়েছে
উত্তর দিনাজপুর: আগামী ২ ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজো। বাসন্তি পঞ্চমীতে মেতে উঠবে স্কুল, কলেজের সমস্ত পড়ুয়ারা। তাই ইতিমধ্যেই কুমোরটুলিতে জোর কদমে চলছে প্রতিমা তৈরীর কাজ। দিন প্রতিদিন বাড়ছে পুজোগুলিতে থিমের বাহার। তাই সরস্বতী পুজোতেও অনেক ক্লাবই এবার বিভিন্ন ধরনের থিমের চিন্তাভাবনা করেছেন। তাই সেইসঙ্গে প্রতিমার ডিজাইনেও আসছে ভিন্নতা। পুরানো ঘরানো থেকে বেরিয়ে সরস্বতী প্রতিমাতেও আসছে আধুনিকতা। মৃৎ শিল্পীরা জানাচ্ছেন, “এ বছরে বিভিন্ন থিমের উপর প্রতিমা তৈরি করা হচ্ছে। অনেক অর্ডারও এসেছে। এবছর অনেকেই ইউটিউব দেখে কিংবা গুগল দেখে প্রতিমার ডিজাইন পাঠিয়েছেন।”
মৃৎশিল্পী বিশ্বনাথ পাল জানান, “ট্র্যাডিশনের সঙ্গে ট্রেন্ড মিলিয়ে নতুন কিছু করার প্রতিযোগিতা এখন পাড়ায় পাড়ায়। এখন আর পুরনো ধাঁচের প্রতিমার তেমন চল নেই নতুন ছাঁচের প্রতিমা সকলের পছন্দ। এবার সরস্বতী পুজোর প্রতিমা তাই থার্মোকল, খড়, সাদা কাগজ, বাঁশ, ফোম বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি করা হচ্ছে। এবছর ভাল অর্ডার এসেছে তবে এখনও পর্যন্ত সমস্ত অর্ডার এসে পৌঁছায়নি। গত বছরের তুলনায় এই বছর প্রতিমার দাম ৫০ টাকা থেকে ১০০ টাকা বেশি বেড়েছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, “গত বছর যে প্রতিমার দাম ছিল ৭০০ টাকা এবছর সেই প্রতিমার দাম ৮০০ থেকে সাড়ে ৮৫০ টাকা হয়েছে। বর্তমানে থিমের মিডিয়াম প্রতিমাগুলো বানাতেই ২০০০ থেকে ৩ হাজার টাকা খরচ পড়ে। সেটা যদি ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি করা যায় তবেই লাভ হবে। কারণ প্রতিবার নতুন নতুন ডিজাইন তুলে ধরাটাও বেশ চাপের। এর জন্য নতুন কয়েকটি ছাঁচের কাজ করতে হচ্ছে।”
advertisement
আরেক প্রতিমা শিল্পী জানান, “প্রতিমা তৈরি এবং সাজসজ্জার কাঁচামালের দাম কিছুটা বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে প্রতিমা তৈরীর খরচ বেড়েছে। যারা বায়না করতে আসছেন তারা গতবারের কথা টেনে অতিরিক্ত দাম দিতে রাজি নন। সে ক্ষেত্রে মাঝে মাঝে সমস্যা তৈরি হচ্ছে।” হাত আর সময় নেই তাই রাত দিন এক করে চলছে সরস্বতী পুজোর প্রতিমা তৈরীর কাজ।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 17, 2025 1:54 PM IST