Siliguri News: ফোক ফেস্টিভ্যালে শিলিগুড়িতে আসছে বিখ্যাত অস্ট্রেলিয়ার ব্যান্ড, দেখে নিন কবে এই অনুষ্ঠান
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
শিলিগুড়ি শহরের সাংস্কৃতিক মানচিত্রে অন্যতম এই 'ফোক ফেস্টিভ্যাল'
শিলিগুড়ি: আগামী ১০ থেকে ১২ জানুয়ারি শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ‘হিমালয়ান ফোক ফেস্টিভ্যাল’। শিলিগুড়ি শহরের সাংস্কৃতিক মানচিত্রে অন্যতম এই ‘ফোক ফেস্টিভ্যাল’। এই উৎসবে হিমালয়ের কাশ্মীর থেকে অরুণাচলের বিভিন্ন লোকসঙ্গীত থেকে বাংলার বাউলের ছন্দে সুরে তৈরি করবে ঐকতান। অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অফ ট্যুরিজম (ACT)-এর সহযোগিতায় হিমালয় অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণের জন্য এই অনুষ্ঠানটির লক্ষ্য সমগ্র হিমালয় অঞ্চলের বৈচিত্র্যময় লোক সংস্কৃতিকে তুলে ধরা।
উৎসবে রাইথানে ঝুমা লিম্বু, ইমানুয়েল বারদেওয়া ট্যাবারনাকল এবং দাগুগস লাদাখ সহ সমগ্র অঞ্চলের ব্যান্ড এবং শিল্পীদের পরিবেশনা থাকবে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত ব্যান্ড থ্রি সিজও অংশগ্রহণ করবে। ব্যান্ডের চার সদস্য অনুষ্ঠানের জন্য বিশেষভাবে শিলিগুড়িতে এসেছেন। থ্রি সিজ-এর সদস্য ম্যাট কিগান উৎসবে অংশগ্রহণের বিষয়ে বলেন, “হিমালয় অঞ্চলের লোক সংস্কৃতি ভীষণ আকর্ষণীয় এবং আমাদের অনেক কিছু শেখার সুযোগ দেয়। এই ইভেন্টটি স্থানীয় লোক শিল্পীদের অস্ট্রেলিয়া সহ আন্তর্জাতিকভাবে তাদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি ভাল প্ল্যাটফর্ম হতে পারে এই ফেস্টিভ্যাল।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এসিটির আহ্বায়ক রাজ বসু জানান, “প্যান হিমালয়ান উৎসবের লক্ষ্য হল, বিশেষ করে যুবকদের মধ্যে নিজের ভাষায় গান গাওয়ার মাধ্যেমে নিজেদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া।” এই সংস্কৃতি উদযাপনের বাইরে, উৎসবটি হিমালয়ের নদীগুলিতে প্লাস্টিক দূষণ মোকাবেলায় দায়িত্বশীল পর্যটনের পক্ষেও সমর্থন করে বলে জানান তিনি। হিমালয় সঙ্গীত ও ঐতিহ্য রক্ষায় অবদানের জন্য প্রখ্যাত লোকগায়ক সারনু রাম, সোনায় টোটো এবং ফুট্টি শেরপাকে অনুষ্ঠানের সময় সংবর্ধিত করা হবে।
advertisement
আরও পড়ুন: আর করতে হবে না চাকরি…! বাড়িতেই শুরু করুন এই ব্যবসা, আসবে মোটা টাকা, রাতারাতি হবেন ‘মালামাল’…
ওয়ার্নমালা পরিবারের প্রতিষ্ঠাতা দেবাশীষ মোথে জানান, “হিমালয় অঞ্চল এবং আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি এই শহরটি উপযুক্ত স্থান। আমরা আশা করি এই ইভেন্টটি হিমালয় অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে একটি ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে তুলে ধরবে।”
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 07, 2025 7:05 PM IST
