Jalpaiguri News: বিশাল ঘুড়ির লড়াই প্রতিযোগিতা বসতে চলেছে তিস্তার পাড়ে! জেনে নিন কবে

Last Updated:

জলপাইগুড়িতে বসতে চলেছে বিশাল ঘুড়ির লড়াই

+
ঘুড়ি

ঘুড়ি

জলপাইগুড়ি: বরেলি-কে বাজার থেকে ঝুমকা কিংবা বেনারসের পান নয়, আসছে ঘুড়ি! অবাক হচ্ছেন? হ্যাঁ, এবার শহর জলপাইগুড়িতে ফিরে আসছে ঘুড়ির লড়াই! একটা সময় ছিল, যখন শীত পড়তেই জলপাইগুড়ির আকাশ ভরে যেত পেট কাটি আর চাঁদিয়াল ঘুড়িতে। লাটাই হাতে ছোট থেকে বড়, সবাই মেতে উঠত ঘুড়ির লড়াইয়ে। আর প্রতিটি ‘ভোঁ… কাট্টা’ শব্দের সঙ্গে আনন্দে মুখর হয়ে উঠত শহর। কিন্তু সময়ের সঙ্গে সেই দৃশ্য হারিয়ে গিয়েছে। বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য ফিরিয়ে আনতেই এগিয়ে এসেছে জলপাইগুড়ি কাইট ফ্লাইং অ্যাসোসিয়েশন।
আগামী ২৩ মার্চ তিস্তা পাড়ে আয়োজন করা হচ্ছে ঘুড়ির লড়াই প্রতিযোগিতা। সংগঠনের সদস্য দীপাঞ্জন বক্সি জানালেন, ‘‘শুধু স্মার্টফোন বা ল্যাপটপ নয়, নতুন প্রজন্মের হাতে আবার ঘুড়ি-লাটাই তুলে দিতেই আমাদের এই উদ্যোগ।’’ এই প্রতিযোগিতার জন্য বিশেষভাবে ঘুড়ি আনা হয়েছে বেরেলি ও বেনারস থেকে। ইতিমধ্যেই ১২০টি ঘুড়ি এসে পৌঁছেছে, আরও ১০০টি আসবে শীঘ্রই। মাঞ্জা সুতো ও লাটাইয়ের ক্ষেত্রেও রাখা হয়েছে বিশেষ নজর।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আন্তর্জাতিক মানের সুতো সরবরাহ করেছেন আরসাদ, রাজা ভারতি, কালা সোনা ও মহম্মদ নুর— যাঁরা আন্তর্জাতিক ঘুড়ি প্রতিযোগিতায় সুতো সরবরাহ করেন। তবে, পরিবেশের কথা মাথায় রেখে চিনা মাঞ্জা নিষিদ্ধ করা হয়েছে, শুধুমাত্র ট্র্যাডিশনাল সুতো ব্যবহার করা যাবে। কাইট ফ্লাইং অ্যাসোসিয়েশনের অধিকাংশ সদস্যের বয়স ৪০-এর বেশি, তাঁরা নিজেরাই শৈশবের সেই মিষ্টি স্মৃতিগুলো ফিরিয়ে আনতে চাইছেন। একদিনের জন্য হলেও ছোটবেলার সেই হারিয়ে যাওয়া আনন্দে ডুব দিতে প্রস্তুত তাঁরা। এই ঘুড়ির লড়াই শুধু প্রতিযোগিতা নয়, এক নস্টালজিয়ায় ভরা উৎসব।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: বিশাল ঘুড়ির লড়াই প্রতিযোগিতা বসতে চলেছে তিস্তার পাড়ে! জেনে নিন কবে
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement