Jalpaiguri News: রেল লাইনে ফাটল! ট্রেনের সামনে হাতি! আর নয় দুর্ঘটনা! এবার উত্তরবঙ্গে ১০৮ কিমি রেলপথে বসছে অত্যাধ্যুনিক প্রযুক্তি
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ললাইনে হাতি মৃত্যু রুখতে সহায় প্রযুক্তি! ১০৮ কিমি জুড়ে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার রেল কর্তৃপক্ষের। কীভাবে হাতি মৃত্যু রুখতে সাহায্য করে এই প্রযুক্তি জানেন?
জলপাইগুড়ি: রেললাইনে হাতি মৃত্যু রুখতে সহায় প্রযুক্তি! ১০৮ কিমি জুড়ে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার রেল কর্তৃপক্ষের। কীভাবে হাতি মৃত্যু রুখতে সাহায্য করে এই প্রযুক্তি জানেন? ডুয়ার্সের গভীর জঙ্গল পেরিয়ে ছুটে চলে ট্রেন। সেই পথেই মাঝেমধ্যে আচমকা চলে আসে বুনো হাতির পাল। কখনও সতর্কতার অভাবে, কখনও পরিস্থিতির চাপে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায় তারা। কিন্তু আর নয়!
উত্তর-পূর্ব সীমান্ত রেল এবার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রুখতে চলেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। সেবকের গুলমা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ১০৮ কিলোমিটার রেলপথে চালু হয়েছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কাজ করবে এই প্রযুক্তি, যা ট্রেন লাইনে হাতির উপস্থিতি টের পেলেই সঙ্গে সঙ্গে সংকেত পাঠাবে গেটম্যান, স্টেশন মাস্টার, লোকো পাইলট ও গার্ডকে। ফলে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে, বাঁচানো যাবে নিরীহ প্রাণ।
advertisement
advertisement
শুধু হাতি নয়, এই প্রযুক্তি রেলপথে নাশকতা, ফাটল, ভূমিধস বা জলাবদ্ধতার মত বিপজ্জনক পরিস্থিতিরও সতর্কবার্তা দেবে। ইতিমধ্যেই হাসিমারা, বিন্নাগুড়ি, চালসা, মালবাজার, গোরুমারা ও লাটাগুড়ি স্টেশন সংলগ্ন হাতি করিডরগুলিতে এই প্রযুক্তির ট্রায়াল চলছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব জানান, “রেল চলাচলের গতি অক্ষুণ্ণ রাখার পাশাপাশি বন্যপ্রাণীদের নিরাপত্তাও আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। প্রযুক্তির সাহায্যে এই সংঘর্ষ এড়ানোই মূল লক্ষ্য।” প্রকৃতির বুকে আধুনিক প্রযুক্তির এমন সংযোজন নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে। হাতি মৃত্যু রুখে মানুষ-প্রকৃতির সহাবস্থানের পথে এক ধাপ এগিয়ে গেল রেল।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 1:32 PM IST
