Kidnapping Case: ট্রেনে বসে কান্না! স্বর্ণমন্দির যাওয়ার পথে অপহরণকারীদের খপ্পরে! কিশোরের ঘটনার কাছে হার মানবে সিনেমার গল্প
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Kidnapping Case: ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোর। দীর্ঘদিন ধরেই ইচ্ছে হয়েছিল ঘুরে দেখবে স্বর্ণ মন্দির। ট্রেনে উঠেও সেই ইচ্ছে আর পূরণ হল না। চারদিন পর টিটি তাকে উদ্ধার করল ট্রেন থেকেই।
মালদহ: ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোর। দীর্ঘদিন ধরেই ইচ্ছে হয়েছিল ঘুরে দেখবে স্বর্ণ মন্দির। ট্রেনে উঠেও সেই ইচ্ছে আর পূরণ হল না। চারদিন পর টিটি তাকে উদ্ধার করল ট্রেন থেকেই। ঠাঁই হল চাইল্ড লাইনে! মাঝে কী ঘটল কিশোরের সঙ্গে? পাঞ্জাবের জলন্ধরে বাড়ি ১৪ বছরের ওই কিশোরের।
দীর্ঘদিন ধরেই তার মনে ইচ্ছে হয়েছিল স্থানীয় স্বর্ণমন্দির ঘুরে দেখার। তাই বাড়িতে কাউকে কিছু না বলে গত চার দিন আগে একাই বেরিয়ে পড়েছিল। বাড়ির কাছে স্টেশনে একটি ট্রেন ধরে স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপরেই ওই কিশোরের সঙ্গে ঘটে এক অমানবিক ঘটনা।
আরও পড়ুন: চালের বস্তায় মুখ গুঁজে পড়েছিল ৪ বছরের শিশুকন্যার দেহ! খুন করেছিল তারই ঠাকুমা-কাকিমা..কেন? হল সাজা
advertisement
advertisement
কিশোরের অভিযোগ, দুই অপরিচিত ব্যক্তি তাকে অপহরণ করার চেষ্টা করে ট্রেনের মধ্যে। মাদক শুঁকিয়ে তাকে বেহুঁশ করার চেষ্টা করে। কিন্তু তাদের হাত থেকে কোনওক্রমে পালিয়ে ট্রেনের শৌচালয়ে ঢুকে পড়ে। তারপর জ্ঞান হারায়। চারদিন পর ওই ট্রেন থেকে নেমে অন্য একটি ট্রেনে চেপে পড়ে। সমস্ত কিছুই তার কাছে অচেনা-অজানা।
অন্য একটি ট্রেনে উঠে পড়লেও সে জানেনা ট্রেনটি কোথায় যাচ্ছে। ট্রেনের সংরক্ষিত কামরায় একটি আসনে বসে কাঁদছিল কিশোর। সেই সময় বিষয়টি নজরে পড়ে কর্তব্যরত টিটির। টিটি ওই কিশোরের সঙ্গে কথা বলে সমস্ত বিষয় জানতে পারে। তারপর তাকে রেল পুলিশের মাধ্যমে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে।
advertisement
এই ট্রেনটি দীঘা থেকে মালদহ আসছিল। আপ দিঘা মালদহ ট্রেনের দায়িত্বে ছিলেন টিটি ধীরাজ মিশ্র। ওই কিশোর সংরক্ষিত এস ৪ কামরার একটি সিটে বসে ছিল। কিশোরের কাছ থেকে সমস্ত বিষয় শুনে টিটি ধীরাজ মিশ্র। পরিবারের লোকের সঙ্গে ফোনে কথা বলা। ওই কিশোর তার বাড়ির ফোন নম্বর মুখস্ত করে রেখেছিল।
advertisement
পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, স্থানীয় পুলিশ থানায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে। অবশেষে মালদহ টাউন স্টেশনে ট্রেনটি পৌঁছালে উদ্ধার কিশোরকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে মালদহ হোমে রাখা হবে কিশোরকে।
advertisement
যোগাযোগ করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। টিটি ধীরাজ মিশ্র বলেন, ‘‘প্রথমদিকে ওই কিশোর ট্রেনে ছিল না। সম্ভবত রামপুরহাট বা তার আশেপাশে কোন স্টেশন থেকে ট্রেনে উঠেছে। সিটে বসে কান্নাকাটি করছিল। তার সঙ্গে কথা বলে সমস্ত বিষয় জানতে পারি। রেল পুলিশের মাধ্যমে মালদহ চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে।’’
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2024 1:57 PM IST