গাড়ি নিয়ে অপহরণের ছক, স্থানীয়দের হাতে ধরা পড়ে গেল দুষ্কৃতীরাই
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ভিনরাজ্যে শ্রমিক সরবরাহের কাজ করে মণিরুল৷ তাই ব্যবসায়িক লেনদেন নিয়ে গন্ডগোলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা৷
SEBAK DEBSHARMA
#মালদহ: অনেকটা বলিউড ছবির চিত্রনাট্যের মতো ঘটনা৷ গাড়ি নিয়ে অপহরণের চেষ্টা৷ মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়ার ছক৷ কিন্তু শেষরক্ষা হল কই৷ অপহরণ করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়ে গেল দুষ্কৃতীরাই৷
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার গভীর রাতে৷ মালদহের রতুয়ার চাঁদমনি থেকে স্থানীয় যুবক মণিরুল হককে অপহরণ করতে আসে ৫ দুষ্কৃতী৷ সেসময় বাসস্ট্যান্ড এলাকা থেকে একাই বাড়ি ফিরছিলেন মণিরুল৷ হঠাৎই তাঁর রাস্তা আটকে দাঁড়ায় একটি গাড়ি৷ জোর করে তাঁকে গাড়িতে তোলার চেষ্টা করে দুষ্কৃতীরা৷ কিন্তু যুবকের চিৎকারেই ভেস্তে যায় অপহরণের ছক৷ মণিরুলের চিৎকার শুনে ছুটে আসেন এলাকাবাসী৷ ধরে ফেলেন ৩ দুষ্কৃতীকে৷ ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাকি দু'জন৷ পরে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করে রতুয়া থানার পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয় পাইপগান, কার্তুজ ও অপহরণের জন্য় নিয়ে আসা গাড়িটি৷
advertisement
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আরজাউল হক, মহম্মদ ফরিদুল হক ও মহম্মদ ইব্রাহিম মালদহের কালিয়াচকের বাসিন্দা৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, স্থানীয় কারও কাছ থেকেই মণিরুলকে অপহরণের 'সুপারি' পেয়েছিল দুষ্কৃতীরা৷ ভিনরাজ্যে শ্রমিক সরবরাহের কাজ করে মণিরুল৷ তাই ব্যবসায়িক লেনদেন নিয়ে গন্ডগোলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা৷ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। অপহরণকাণ্ডের কিনারা করতে, মণিরুলকেও আলাদা করে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 31, 2020 9:38 PM IST