গাড়ি নিয়ে অপহরণের ছক, স্থানীয়দের হাতে ধরা পড়ে গেল দুষ্কৃতীরাই

Last Updated:

ভিনরাজ্যে শ্রমিক সরবরাহের কাজ করে মণিরুল৷ তাই ব্যবসায়িক লেনদেন নিয়ে গন্ডগোলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা৷

SEBAK DEBSHARMA
#মালদহ: অনেকটা বলিউড ছবির চিত্রনাট্যের মতো ঘটনা৷ গাড়ি নিয়ে অপহরণের চেষ্টা৷ মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়ার ছক৷ কিন্তু শেষরক্ষা হল কই৷ অপহরণ করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়ে গেল দুষ্কৃতীরাই৷
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার গভীর রাতে৷ মালদহের রতুয়ার চাঁদমনি থেকে স্থানীয় যুবক মণিরুল হককে অপহরণ করতে আসে ৫ দুষ্কৃতী৷ সেসময় বাসস্ট্যান্ড এলাকা থেকে একাই বাড়ি ফিরছিলেন মণিরুল৷ হঠাৎই তাঁর রাস্তা আটকে দাঁড়ায় একটি গাড়ি৷ জোর করে তাঁকে গাড়িতে তোলার চেষ্টা করে দুষ্কৃতীরা৷ কিন্তু যুবকের চিৎকারেই ভেস্তে যায় অপহরণের ছক৷ মণিরুলের চিৎকার শুনে ছুটে আসেন এলাকাবাসী৷ ধরে ফেলেন ৩ দুষ্কৃতীকে৷ ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাকি দু'জন৷ পরে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করে রতুয়া থানার পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয় পাইপগান, কার্তুজ ও অপহরণের জন্য় নিয়ে আসা গাড়িটি৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আরজাউল হক, মহম্মদ ফরিদুল হক ও মহম্মদ ইব্রাহিম মালদহের কালিয়াচকের বাসিন্দা৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, স্থানীয় কারও কাছ থেকেই মণিরুলকে অপহরণের 'সুপারি' পেয়েছিল দুষ্কৃতীরা৷ ভিনরাজ্যে শ্রমিক সরবরাহের কাজ করে মণিরুল৷ তাই ব্যবসায়িক লেনদেন নিয়ে গন্ডগোলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা৷ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। অপহরণকাণ্ডের কিনারা করতে, মণিরুলকেও আলাদা করে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গাড়ি নিয়ে অপহরণের ছক, স্থানীয়দের হাতে ধরা পড়ে গেল দুষ্কৃতীরাই
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement