Kedarnath Visit by Skatings: স্কেটিং করে কেদারনাথ! তিন বাঙালির অবাক করা সাফল্যের কাহিনী

Last Updated:

Kedarnath Visit by Skating: প্রায় ১২০০ কিলোমিটার এভাবেই স্কেটিং করে যাত্রা করায় তিন যুবকের প্রশংসা করেছেন সকলে। জলপাইগুড়ির দুই যুবক এবং শিলিগুড়ির এক যুবক মিলে গত ২৫ এপ্রিল স্কেটিং করে কেদারনাথের দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন

+
কেদারনাথ

কেদারনাথ দর্শন

জলপাইগুড়ি: কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে! তবে এদের পায়ের তলায় রয়েছে জুতো, আর তার নীচে চাকা। সেই চাকার উপর ভর করেই সূদুর কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল তিন যুবক। সম্প্রতি সেই লক্ষ্য পূরণ করে নিজের শহরে ফিরেও এসেছেন তাঁরা। হেঁটে কিংবা সাইকেলে নয়, স্কেটিংয়ের মাধ্যমে তাঁরা কেদারনাথ জয় করে এলেন।
তিন যুবকের এই অদম্য সাহসিকতাকে প্রশংসা জানাতে সংবর্ধনা দেয় জলপাইগুড়ির ৭৩ মোড় এলাকার বাসিন্দারা। প্রায় ১২০০ কিলোমিটার এভাবেই স্কেটিং করে যাত্রা করায় তিন যুবকের প্রশংসা করেছেন সকলে। জলপাইগুড়ির দুই যুবক এবং শিলিগুড়ির এক যুবক মিলে গত ২৫ এপ্রিল স্কেটিং করে কেদারনাথের দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, জলপাইগুড়ির দুই যুবক একে অপরের ঘনিষ্ট বন্ধু। একজন চাউলহাটির বাসিন্দা আশিস সমাদ্দার। অন্য জন ৭৩ মোড়ের পূর্ব কুমার পাড়ার বাসিন্দা জগন্নাথ রায়। আর শিলিগুড়ির বাসিন্দা কৃষ্ণ রায়ও ছিলেন তাঁদের সঙ্গী৷ স্কেটিং শেখার পর থেকেই তাঁদের মনের সুপ্ত ইচ্ছে ছিল স্কেটিং করে কেদারনাথ দর্শনের। তা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় খুশি তিন যুবক সহ পরিবার এবং এলাকার সকলে। ২৩ দিনের মাথায় সুস্থ শরীরে ইচ্ছে পূরণ করে জলপাইগুড়িতে আবার ফিরে আসেন তাঁরা।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kedarnath Visit by Skatings: স্কেটিং করে কেদারনাথ! তিন বাঙালির অবাক করা সাফল্যের কাহিনী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement