করিমুল হকের বাইক-অ‍্যাম্বুল‍্যান্সে আগ্রহী প্রতিরক্ষা মন্ত্রকও

Last Updated:

বাইকটাই অ‍্যাম্বুল‍্যান্স। যেখানে গাড়ি যেতে পারে না, সেই রাস্তা দিয়েও রোগীকে নিয়ে ছোটে বাইক।

#জলপাইগুড়ি: বাইকটাই অ‍্যাম্বুল‍্যান্স। যেখানে গাড়ি যেতে পারে না, সেই রাস্তা দিয়েও রোগীকে নিয়ে ছোটে বাইক। অ‍্যাম্বুল‍্যান্স দাদা করিমল হকের সৃষ্টিকে কাজে লাগানো যায় কি না খতিয়ে দেখছে প্রতিরক্ষা মন্ত্রক। দিল্লি থেকে জলপাইগুড়ি চলে এসেছেন ডিআরডিও'র আধিকারিক।
মুমুর্ষু রোগীকে এই বাইকে চাপিয়েই ছোটেন তিনি। পদ্মশ্রী 'অ‍্যাম্বুল‍্যান্স দাদা', করিমুল হকের কাহিনি এখন সবার জানা। তাঁর আবিস্কার কি এবার কাজে লাগাবে সেনাবাহিনী?
প্রত‍্যন্ত এবং দুর্গম এলাকায় এই বাইক-অ‍্যাম্বুল‍্যান্স ব‍্যবহার করা যায় কি না তা খতিয়ে দেখছে প্রতিরক্ষা মন্ত্রক। সেই মতো, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও'র টেকনিক‍্যাল কোঅর্ডিনেটর, দিবাকর শর্মা, বুধবার দিল্লি থেকে চলে আসেন জলপাইগুড়ি। নিজের চোখে দেখেন, দু'চাকায় ভর করে প্রতিদিন কীভাবে অসাধ‍্য সাধন করেন ষাট ছুই ছুই করিমুল।
advertisement
advertisement
১৯৯৫ সালে মাকে হারান করিমুল হক। অ‍্যাম্বুল‍্যান্স বা গাড়ি না পাওয়ায় অসুস্থ মাকে সে দিন হাসপাতালে নিয়ে যেতে পারেননি। বাড়িতেই মারা যান। সেদিনই করিমুল শপথ নিয়েছিলেন। আর যাতে অ‍্যাম্বুল‍্যান্সের অভাবে, বিনা চিকিৎসায় কারও মৃত‍্যু না হয়, সেই জেদ চেপে গিয়েছিল। সেই মতো করিমুল শুরু করে দেন বাইকে চাপিয়ে মুমুর্ষু রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ।
advertisement
যার জন‍্য গতবছর তিনি পদ্মশ্রী সম্মানও পান। জলপাইগুড়ির এই 'অ‍্যাম্বুল‍্যান্স দাদা'কে নিয়ে বলিউডে ফিল্ম তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। এবার নজর প্রতিরক্ষা মন্ত্রকের। করিমুল জানিয়েছেন, তিনি কীভাবে এই বাইক-অ‍্যাম্বুল‍্যান্স নিযে কাজ করেন, তা দেখে প্রতিরক্ষা মন্ত্রকে রিপোর্ট দেবেন জলপাইগুড়িতে আসা ডিআরডিও আধিকারিক।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
করিমুল হকের বাইক-অ‍্যাম্বুল‍্যান্সে আগ্রহী প্রতিরক্ষা মন্ত্রকও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement