৬ ডিসেম্বর উত্তরবঙ্গে রেল অবরোধের প্রস্তুতি নিচ্ছে কামতাপুরীরা, চরম দুর্ভোগে পড়তে পারেন যাত্রীরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
ফের পৃথক কামতাপুর রাজ্যের দাবি ৷ হাত মিলিয়ে দাবি পূরণের আন্দোলনে কামতাপুর পিপলস ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টি।
সেবক দেবশর্মা, মালদহ: আগামী ৬ ডিসেম্বর উত্তরবঙ্গে একাধিক স্টেশনে স্তব্ধ হতে পারে রেল পরিষেবা । দুর্ভোগে পড়তে পারেন যাত্রী সাধারণ । কারণ, ওই দিন উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এবং মালদহ জেলার একলাখী স্টেশনে রেল অবরোধ কর্মসূচি নিয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম । ফোরামের পক্ষে সহ সভাপতি অমিত রায় জানিয়েছেন, ওই দিন সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত চলবে রেল অবরোধের কর্মসূচি । ওই কর্মসূচি সফল করার জন্য বিভিন্ন জেলা থেকে সংগঠনের কর্মীরা স্টেশনে বিপুল জমায়েত করবেন। আন্দোলনে কোনওভাবে বল প্রয়োগ করা হলে আবার আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ফোরাম।
উত্তরবঙ্গের যে তিনটি স্টেশনে অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে অবস্থানগত দিক দিয়ে সেই স্টেশন গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই স্টেশন গুলিতে ট্রেন পরিষেবা ব্যাহত হলে গোটা উত্তরবঙ্গ এমনকী উত্তর পূর্বাঞ্চলেও প্রভাব পড়তে পারে । দিনভর বহু গুরুত্বপূর্ণ ট্রেনের আটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে । উত্তরবঙ্গের একাংশ নিয়ে পৃথক কামতাপুর রাজ্যের দাবি দীর্ঘদিনের । গত দুই- তিন দশকে এনিয়ে বিভিন্ন সময়ে উত্তপ্ত হয়েছে উত্তরবঙ্গ । এরইমধ্যে সম্প্রতি সামনে এসেছে উত্তরবঙ্গকে নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির সম্ভাবনা। এই পরিস্থিতিতে নতুন করে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছেন কামতাপুরীরা।
advertisement
advertisement

ইতিমধ্যেই পৃথক কামতাপুর রাজ্যের দাবিকে জোরদার করতে ফোরাম তৈরি করেছে কামতাপুর পিপলস পার্টি এবং কামতাপুর প্রগ্রেসিভ পার্টি । ছয়জনকে নিয়ে গঠন করা হয়েছে ফোরামের কমিটি । ফোরামের মূল লক্ষ্য পৃথক কামতাপুর রাজ্য গঠন । পাশাপাশি কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি। মালদহের গাজোলের বামনগোলা মোড়ে একটি লজে সভা করেছে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। প্রথম কর্মসূচি হিসেবে নেওয়া হয়েছে রেল অবরোধের প্রস্তুতি। প্রয়োজনে পৃথক রাজ্যের দাবি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার করা এবং মুখ্যমন্ত্রীর কাছেও দাবি পেশ করার ভাবনা রয়েছে ফোরামের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2022 7:06 AM IST