Kaliaganj: কালিয়াগঞ্জের ঘটনায় বিজেপির বনধ! শুক্রবার উত্তরবঙ্গ অচল করার ডাক গেরুয়া শিবিরের

Last Updated:

Kaliaganj: শিলিগুড়ি মোড়ে এদিন বনধের কথা ঘোষণা করেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী

শুক্রবার উত্তরবঙ্গ অচল করার ডাক গেরুয়া শিবিরের
শুক্রবার উত্তরবঙ্গ অচল করার ডাক গেরুয়া শিবিরের
কালিয়াগঞ্জ: গোটা উত্তরবঙ্গে বনধ ডাকল বিজেপি। উত্তর দিনাজপুর জেলার রাধিকারপুরের চাদগাও গ্রামে ঘটনার প্রতিবাদে আগামীকাল অর্থাৎ শুক্রবার ১২ ঘণ্টার বনধ্ ডাকল বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বনধ ডাকা হয়েছে। শিলিগুড়ি মোড়ে এদিন বনধের কথা ঘোষণা করেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।
অপ্রীতিকর ঘটনা ঠেকাতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহর এবং গ্রামে অনির্দিষ্ট কালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। প্রসঙ্গত, মাত্র দুদিন আগেই কালিয়াগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। থানায় আক্রমণ করে উত্তেজিত জনতা। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। বেশ কয়েকজন পুলিশকর্মী ঘটনায় আহত হন। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক-গ্রেফতারও করে পুলিশ।
advertisement
advertisement
অন্যদিকে, কালিয়াগঞ্জের আরেকটি মৃত্যুর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। আগামী মঙ্গলবারের মধ্যে বিশদ রিপোর্ট তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এখনও পর্যন্ত এবিষয়ে কী কী পদক্ষেপ করেছে রাজ্য, জানাতে হবে এই রিপোর্টে। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
এফআইআর, ময়নাতদন্তের ও সুরতহালের রিপোর্ট পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জাতীয় শিশু সুরক্ষা কমিশন চাইলে পুলিশ প্রশাসনের কাছ থেকে নথি চাইতে পারেন এবং প্রশাসনকেও তাদের সহযোগিতা করতে হবে বলে পর্যবেক্ষণ বিচারপতির।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kaliaganj: কালিয়াগঞ্জের ঘটনায় বিজেপির বনধ! শুক্রবার উত্তরবঙ্গ অচল করার ডাক গেরুয়া শিবিরের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement