Kali Puja 2023: হ‍্যামিল্টনগঞ্জের অন‍্যতম প্রাচীন কালী পুজোর শুরু ইউরোপীয়দের হাত ধরে, এই ইতিহাস জানলে অবাক হবেন

Last Updated:

Kali Puja 2023: ইউরোপিয়ন সাহেবদের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। 

+
কালী

কালী মূর্তি

আলিপুরদুয়ার: ইউরোপীয় সাহেবদের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। আলিপুরদুয়ার জেলা তথা ডুয়ার্সের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী কালী পুজো হল হ্যামিল্টনগঞ্জের কালী পুজো।
এ বছর পুজো ১০৭ তম বর্ষে পদার্পণ করছে। উনবিংশ শতাব্দীর শেষের দিকে এই এলাকায় একের পর এক চা বাগান তৈরি করেছিলেন ইউরোপিয়ন সাহেবরা। এই সময় চা বাগানে কাজ করার সময় ছোটোনাগপুর, রাঁচি-সহ বিভিন্ন এলাকা থেকে আনা হয়েছিল শ্রমিক। পুজোর সময় ছুটিতে অনেকে তাদের নিজের বাড়িতে চলে যেত এবং ফিরে আসত না। আর এর ফলে বাগানে শ্রমিক সঙ্কট দেখা দিত।
advertisement
আরও পড়ুন: গভীর রাতে বিদেশের রাস্তায় রণবীর-মাহিরা, ছবি দেখে ‘ছিঃ ছিঃ’ বিশ্বজুড়ে! পরে হাসপাতাল যেতে হয়েছিল শাহরুখের নায়িকাকে
চা শ্রমিকরা যাহাতে নিজের বাড়িতে না চলে যায় সেজন‍্য হ‍্যামিল্টনগঞ্জে কালী পুজো চালু করে এবং পরবর্তীতে এই কালী পুজোকে কেন্দ্র করে মেলার আয়োজন করে ইউরোপিয়ন সাহেবরা। প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হচ্ছে পুজোর। এবছর এই পুজোর ১০৭ তম বর্ষ। পুজো কমিটির তরফে জানা গিয়েছে, ১৯১৭ সালে ইউরোপিয়ন সাহেবদের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘন ঘন জোয়ান খান? শরীরে এর ফলে কী হয় জানলে চমকে যাবেন!
প্রথমে একটি কাঠের তৈরি মন্দিরে মাটির প্রতিমা এনে পুজো হত। স্বাধীনতার পর স্থানীয় মানুষেরা প্রতি বছর এই পুজো করে আসছেন।পরবর্তীতে আশপাশের চা বলয়ের শ্রমিক ও জনগণের সহায়তায় পাকা মন্দির ও ২০০২ সালে পাথরের মূর্তি স্থাপন করা হয়। কালী পুজোর দিনে আলিপুরদুয়ার জেলা ছাড়াও আশপাশের একাধিক জেলা থেকে দর্শনার্থীরা মন্দিরে পুজো দিতে আসেন।
advertisement
পুজো কমিটির সদস্য জীবেশ নস্কর জানান, “১৯১৭ সালে যে রীতিতে পুজো হত সেই রীতি মেনেই আমরা পুজো করে আসছি। তরাই ও ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার দর্শনার্থীরা কালী পুজোর সময় মন্দিরে আসেন।পুণ‍্যার্থীদের বিশ্বাস এই মন্দিরে তাদের মনোকামনা পূরণ হয়।”
অন্যদিকে, এই কালী পুজোকে কেন্দ্র করে হ্যামিল্টনগঞ্জের একাধিক এলাকা জুড়ে আয়জন করা হয় বিশাল মেলারও। এবছর হ‍্যামিল্টনগঞ্জ কালী পুজো মেলা ৮৯ তম বর্ষ। ইউরোপিয়ন সাহেবরাই এই মেলার আয়োজন করতেন। ১২ দিন ব্যাপী এই মেলা চলবে বলে মেলা কমিটির তরফে জানানো হয়।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja 2023: হ‍্যামিল্টনগঞ্জের অন‍্যতম প্রাচীন কালী পুজোর শুরু ইউরোপীয়দের হাত ধরে, এই ইতিহাস জানলে অবাক হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement