Millet Cultivation : ধানের তুলনায় দ্বিগুণ দাম, বাজারে চাহিদা বাড়ছে হু-হু করে! মিলেট চাষ করে ভাগ্য বদলে যাচ্ছে কালচিনির কৃষকদের

Last Updated:

Millet Cultivation : ধানের তুলনায় অনেকটাই লাভজনক, ফলে মিলেট চাষে ঝুঁকছেন কালচিনি ব্লকের কৃষকেরা। দু দশক পর মিলেট চাষে বড় সাফল্য।

+
মিলেট

মিলেট চাষ

কালচিনি, অনন্যা দে : ধানের তুলনায় অনেকটাই লাভজনক, ফলে মিলেট চাষে ঝুঁকছেন কালচিনি ব্লকের কৃষকরা। আগামীতে এলাকার ফাঁকা পরে থাকা জমিতেও এই চাষের পরিকল্পনা রয়েছে কৃষকদের। দু’দশক পর মিলেট চাষে মিলল সফলতা, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। কৃষকদের কথায়, পূর্বে কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় এই চাষ হলেও বীজ না মেলায় এই মিলেট চাষ প্রায় হারিয়ে যেতে বসেছিল।
তাই অধিকাংশ কৃষকই মূলত ধান চাষেই মনোনিবেশ করেছিলেন। তবে এবছর কালচিনি ব্লকজুড়ে কৃষি দফতরের তরফে প্রদান করা হয়েছে মিলেটের বীজ। আর এই চাষেই বাজিমাত করেছেন ব্লকের পূর্ব সাতালি সহ অন্যান্য এলাকার কৃষকদের। তাদের দাবি, প্রায় দু’দশক পরে মিলেট চাষ হয়েছে এই এলাকায়। ফলে তা কেমন হবে সে বিষয়ে সংশয় থাকায়, বেশ কয়েকজন কৃষক মিলেট চাষে প্রথমদিকে আগ্রহ দেখাননি।
advertisement
advertisement
তবে বর্তমানে সেই ফসল হওয়ার পর এবং বাজারে তার চাহিদা জানার পর সকল কৃষকই এই চাষে আগ্রহী হয়েছেন। সোনম লামা নামের এক কৃষক জানান, এক বিঘা জমিতে ধান চাষের প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা আয় হয়। এই মিলেট চাষে আয় হবে ১৫ থেকে ২০ হাজার টাকা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে অনেকটাই লাভজনক এই চাষ। এছাড়া ধান চাষের থেকে সময়ও কম লাগে এই চাষে। কৃষকদের কথায়, এই মিলেটের পুষ্টিগুণ থাকায় বাজারে এর প্রচুর চাহিদা। পাশাপাশি, পূর্বে গত কয়েক বছরে সেভাবে এর চাষ না হওয়ায় মিলেটের তৈরি সামগ্রীও বাজারে খুব বেশি পাওয়াও যায় না। যার কারণে এর চাহিদা বেড়ে চলেছে দিন প্রতিদিন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Millet Cultivation : ধানের তুলনায় দ্বিগুণ দাম, বাজারে চাহিদা বাড়ছে হু-হু করে! মিলেট চাষ করে ভাগ্য বদলে যাচ্ছে কালচিনির কৃষকদের
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement