এই বিষয়ে জ্ঞান থাকলে ডেকে চাকরি দেবে! লাখ লাখ টাকার মাইনে নিশ্চিত
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
এই প্রশিক্ষণে বিভিন্ন দলে ভাগ হয়ে এ আই প্রযুক্তি ব্যবহার করে পড়ুয়ারা বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করছেন।
কালচিনি, অনন্যা দে : আধুনিক যুগের সঙ্গে পাল্লা দিয়ে চলাটা জরুরি। আধুনিক যুগের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যাকে সকলেই এআই নামে এক ডাকেই চেনে। চা বলয়ের কিশোর কিশোরীরাও জানতে পারছেন এআই সম্পর্কে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং রোবোটিক্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চা বলয় ও বন বস্তির পড়ুয়াদের।
কালচিনি ব্লকের একটি স্কুলে এই প্রশিক্ষণের আয়জন করা হয়েছে। যেখানে বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রায় ৩৫০ জন পড়ুয়ারা অংশগ্রহণ করেছে। মূলত পুঁথিগত বিদ্যার পাশাপাশি, প্রযুক্তিগত বিদ্যা সম্পর্কে অবগত করতে এই প্রয়াস বলে জানা গিয়েছে। এই অত্যাধুনিক প্রশিক্ষণ সম্পর্কে এতদিন শুধু শুনতেন পড়ুয়ারা।
আরও পড়ুন : কচু, কাঁঠাল, আলু – কি চায়? আপনার পছন্দের সব সবজির চিপস পাবেন এখানে
তবে হাতে কলমে এই প্রশিক্ষণ নিতে পেরে তারা খুশি। এই প্রশিক্ষণে বিভিন্ন দলে ভাগ হয়ে এ আই প্রযুক্তি ব্যবহার করে পড়ুয়ারা বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করছেন। এরফলে পুঁথিগত বিদ্যার বাইরেও তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাচ্ছে বলে শিক্ষকরা জানাচ্ছেন। অপরদিকে, কালচিনি ব্লকের মত প্রত্যন্ত এলাকায় এই অভিনব প্রশিক্ষণের উদ্যোগে খুশি অভিভাবকেরাও।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে কালচিনি ব্লকের এক শিক্ষক যশ কুমার সিনহা জানান, “আমরা যেটা চাইতাম, অর্থাৎ এই এলাকার পড়ুয়ারা যাতে কোনওভাবেই পিছিয়ে না থাকে। এআই এবং রোবোটিক্স প্রযুক্তি তারা শিখতে পারছে। তারা নিজেদেরকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। এরপর এই বিষয় নিয়ে কারও পড়াশোনা করতে ইচ্ছে হলে, তার সম্যক ধারণাটি থাকবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 5:55 PM IST