Kabaddi Training: খেলার মাধ্যমে জীবন গড়ার ডাক, স্কুলের মেয়েদের কবাডি প্রশিক্ষণ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Kabaddi Training: দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া সংস্থার তরফে এদিন আনুষ্ঠানিকভাবে মহিলা কবাডি প্রশিক্ষণ কেন্দ্র শুরু হল রবীন্দ্রনগর উচ্চতর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে
শিলিগুড়ি: সময়ের সঙ্গে সঙ্গে এখন ছেলেদের পাশাপাশি পাল্লা দিয়ে এগোচ্ছে মেয়েরাও। তা সত্ত্বেও কোথাও কোথাও এখনও ওঠে নাবালিকা বিবাহের অভিযোগ। এছাড়াও প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটে চলেছে নারী নিগ্রহের ঘটনা। এই সব কিছুর বিরুদ্ধে মেয়েদের শারীরিকভাবে ফিট করে তুলতে এবং সর্বোপরি খেলাধুলোর মাধ্যমে তাদের জীবন গড়ে তুলতে এগিয়ে এল দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া সংস্থা। স্থানীয় স্কুলের মেয়েদের সম্পূর্ণ নিজ উদ্যোগে কবাডির প্রশিক্ষণ দিচ্ছেন এই সংস্থা। কোচ হিসেবে রয়েছেন জয়দীপ ঘোষ এবং শ্রীমতি বসাক।
দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া সংস্থার তরফে এদিন আনুষ্ঠানিকভাবে মহিলা কবাডি প্রশিক্ষণ কেন্দ্র শুরু হল রবীন্দ্রনগর উচ্চতর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। এখন থেকে প্রতি সোম, বুধ এবং শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে দশ বছরের ঊর্ধ্বে যেকোনও উৎসাহী মেয়েদের কবাডি প্রশিক্ষণ দেওয়া হবে। কবাডিতে মহিলাদের আরও উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ। দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি পরিতোষ চক্রবর্তী বলেন, ‘মহিলারা আজকের দিনে খেলাধুলোতে এগিয়ে আসছে। সেই কথা মাথায় রেখেই এমন উদ্যোগ। আমাদের ইচ্ছা এই ক্যাম্প থেকেই রাজ্য তথা জাতীয় স্তরের খেলোয়াড় তুলে আনার।’
advertisement
advertisement
বর্তমানে ৫০ জন প্রশিক্ষণ নিচ্ছে এই কেন্দ্রে। এখানে প্রশিক্ষণ পেয়ে ভীষণ খুশি মেয়েরা। এই প্রশিক্ষণ মেয়েদের ভবিষ্যৎ জীবন গড়ার কাজে নানানভাবে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2024 7:19 PM IST