Jute Hat: রোদ হোক বা বৃষ্টি, মাথা বাঁচাতে এই টুপিতেই নজর সবার! দাম কত জানেন?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Jute Hat: জেলায় উৎপাদিত পাট দিয়েই একের পর এক টুপি তৈরি করে চলছেন হেমতাবাদের সত্যেন্দ্রনাথ রায়। পেশায় কৃষক সত্যেন্দ্রনাথ'বাবু নিজের চাষের জমি থেকে পাট নিয়ে এসে সেই পাট দিয়ে তৈরি করেন বিভিন্ন ডিজাইনের টুপি
উত্তর দিনাজপুর: রোদ হোক কিংবা বৃষ্টি, গরমে মাথা বাঁচাতে ব্যবহার করুন এই পাটের টুপি। সুতির কাপড় ও বাহারি রংয়ের সুতোর টুপি তো অনেকেই পরেছেন। কিন্তু কখনও পাটের টুপি পরেছেন?
উত্তর দিনাজপুর জেলায় উৎপাদিত পাট দিয়েই একের পর এক টুপি তৈরি করে চলছেন হেমতাবাদের সত্যেন্দ্রনাথ রায়। পেশায় কৃষক সত্যেন্দ্রনাথ’বাবু নিজের চাষের জমি থেকে পাট নিয়ে এসে সেই পাট দিয়ে তৈরি করেন বিভিন্ন ডিজাইনের টুপি। রোদ হোক কিংবা বর্ষা সব মরশুমেই এই পাটের টুপি ভরসা। সত্যেন্দ্রনাথ’বাবু বলেন, এই গরমের রোদের তাপ থেকে বাঁচতে অনেকেই পাটের টুপি কিনে নিয়ে যাচ্ছেন। এই টুপি মাথায় পরলে একটুও রোদ লাগে না। বরং এই পাটের টুপিতে মাথা ঠান্ডা থাকে।
advertisement
advertisement
পাটের টুপিগুলো বাড়িতে বসেই অনলাইনের সাহায্যে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন সত্যেন্দ্রনাথ রায়। জেলার কৃষকদের কাছে এই টুপির চাহিদা সবথেকে বেশি। মাঠে সারাক্ষণ কাজ করতে থাকা কৃষকদের জন্য এই টুপিগুলো বেশ উপকারী। ছোট সাইজের পাটের টুপিগুলো ১০০ থেকে ১৫০ টাকা দাম। বড় সাইজের টুপিগুলো ২০০ থেকে ২৫০ টাকা দামে বিক্রি করছেন। প্রতিদিন প্রায় আট থেকে দশটা টুপির বরাত আসে সত্যেন্দ্রনাথ’বাবুর কাছে। নিজের জমির পাট দিয়েই তিনি এই টুপি তৈরি করেন। প্রথমে জমি থেকে পরিপক্ক পাট কেটে নিয়ে আসেন। তারপর সেই পাটগুলোকে জলে ভিজিয়ে রেখে তা থেকে ফাইবারগুলিকে বের করে নেন। তারপর সেই ফাইবার দিয়ে পাটের দড়ি বানিয়ে সেই দড়ি দিয়ে টুপি তৈরি করে। এই পাটের টুপিগুলো দেখতে যেমন সুন্দর, তেমনই ভীষণ আরামদায়ক। তাই প্রতিদিন বাড়ছে এই পাটের টুপির চাহিদা।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2024 5:30 PM IST