Jalpaiguri Storm: কয়েক মিনিটের তাণ্ডব, কালবৈশাখীতে লণ্ডভণ্ড জলপাইগুড়ি! মৃত ৪, আহত শতাধিক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড পুরো এলাকা। ঝড় ও বৃষ্টিতে ক্ষতি হল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকা। রবিবার দুপুরে ঝড় ও প্রচণ্ড বৃষ্টিতে সংশ্লিষ্ট ব্লকের বেংকান্দি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই খবর।
জলপাইগুড়ি: কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, ময়নাগুড়ি-সহ একাধিক এলাকা। ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে চার ব্যক্তির। জানা গিয়েছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ সুকান্ত নগর এলাকার বাসিন্দা ৫২ বছরের দ্বীজেন্দ্র নারায়ণ সরকার সেই সময় একটি গাছের নিচে দাড়িয়ে ছিলেন। ঝড়ের দাপটে সেই গাছ তার উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ড, চা বাগান এলাকাও ঝড়ে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ময়নাগুড়ি ও বার্নিশ এলাকায় ঝড় ও সেই সঙ্গে শিলা বৃষ্টিতে ঘরবাড়ির পাশাপাশি চাষের জমি ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায়, শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আরও পড়ুন: ‘চাকরি থেকে বরখাস্ত করবেন’! রেলওয়ে কর্মচারীকে হুমকি দিয়েছেন দিলীপ, কটাক্ষ কীর্তি আজাদের
advertisement
advertisement
মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো দুই।ঝড়ে গাছ চাপা পড়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় এলাকার অনিমা বর্মন নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড পুরো এলাকা। ঝড় ও বৃষ্টিতে ক্ষতি হল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকা। রবিবার দুপুরে ঝড় ও প্রচণ্ড বৃষ্টিতে সংশ্লিষ্ট ব্লকের বেংকান্দি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই খবর। ঝড়ের তান্ডবে বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু বাড়ির চালও উড়ে গেছে বলে খবর মিলেছে। এদিকে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের তারও ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
advertisement
ঝড়ে ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় বাহিনীর শিবিরের একাংশ। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে গত ১ মার্চ থেকে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের ছাত্রাবাসে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাদের ব্যবহারের জন্য অস্থায়ী কিছু টিনের ঘর তৈরি করে দিয়েছে প্রশাসন। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ঘর।ব্যবহারের জন্য রাখা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে আহতের সংখ্যা একশো ছাড়াল। এদের মধ্যে ৬০ জন ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি। বাকি আহতদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের দেখতে প্রচার বন্ধ রেখে হাসপাতালে ছুটে এলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়।
advertisement
ঝড় বেশি সময় ধরে স্থায়ী ছিল না। মাত্র কয়েক মিনিটের ঝড়েই লন্ডভন্ড হয়ে যায় জলপাইগুড়ি শহর। উত্তরবঙ্গে আজ আবহাওয়া দফতর সূত্রে ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল। বিকেলের দিকে ওঠা কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্থ হয় জলপাইগুড়ির একাধিক এলাকা।
প্রসঙ্গত, আই এম ডি অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আগামী দু’থেকে তিন দিনে উত্তরবঙ্গে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টি পড়লেও গরম কিন্তু কমবে না। গুমোট ভাব বজায় থাকবে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2024 6:27 PM IST