রাস্তার আলোই ভরসা বন্ধ চা বাগানের শ্রমিক সন্তানদের
Last Updated:
#জলপাইগুড়ি: অন্ধকারের বুক চিরে উজ্জ্বল রাস্তার আলোগুলো। ফিকে আলোয় অন্ধকার পুরো দূর হয় না৷ তবে সেই আলোতেই জীবনের পথ খুঁজছে সৌকর্ষি, ঋদ্ধিমানরা। ঘরে বিদ্যুৎ বাড়ন্ত৷ তাই ল্যাম্পপোস্টের আলোতেই চলছে লেখাপড়া। জলপাইগুড়ির বন্ধ চাবাগানের শ্রমিকের ছেলেমেয়েদের কাছে আক্ষরিক অর্থেই রাস্তাই এখন ভরসা।
কথিত আছে ...রাস্তায় গ্যাসের ল্যম্পপোস্টের আলোয় পড়াশোনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই ছবি যেন আবার ফিরে এল নাগরাকাটায় বিডিও অফিসের সামনে। রাস্তার ঝাপসা আলোর নীচে বসে পড়া মুখস্থ করছে মালবাজারের সুভাষিণী গার্লস স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সৌকর্ষি। হোমওয়ার্ক শেষ করছে স্থানীয় ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্র ঋদ্ধিমান। রাস্তার উপর ছড়ানো -ছিটানো খাতাবই, পেনসিলবক্স। জলপাইগুড়ি বন্ধ চাবাগানের শ্রমিকের ছেলেমেয়েদের কাছে এটাই আজ ঘোর বাস্তব।
advertisement
নাগরাকাটার ব্লকের গ্রাসমোড় চাবগান চৌদ্দ-ই জানুয়ারি থেকে বন্ধ। কর্মহীন প্রায় ১৪৮০ শ্রমিক। কেটে দেওয়া হয়েছে বাগানের বিদ্যুৎ সংযোগ। মোমবাতি-ই ভরসা শ্রমিক পরিবারের। সামনেই পরীক্ষা। বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে স্কুলপড়ুয়ারা। বাধ্য হয়ে বিডিও অফিসের সামনে রাস্তার আলোতেই চলছে জীবন গড়ার প্রস্তুতি।
advertisement
রাতের অচেনা অতিথিদের দেখে একটানা ডেকে চলেছে কুকুর। রয়েছে মশা, পোকার উপদ্রব। ছেলেেয়েদের পাহারায় সতর্ক বাবা-মা। বাগান কবে খুলবে...জানে না কেউ। দু’পক্ষই নিজেদের দাবিতে অটল। অগত্যা ল্যাম্পপোস্টের আলো-ই ভরসা সৌকর্ষি, ঋদ্ধিমানদের৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2019 6:38 PM IST