পড়ুয়াদের আবদার, খাওয়ালেন শিক্ষকরা! রাখির মধ্যহ্নভোজন, মেনুতে কী কী ছিল জানেন?

Last Updated:

তাদের ছোট্ট আবদার পূরণ হয়েছে এদিন। মধ্যাহ্ন ভোজনের মেনু লুচি, ডাল, পায়েস আর মিষ্টি।

+
রাখি

রাখি উপলক্ষ্যে বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বিশেষ আয়োজন।

জলপাইগুড়ি, সুরজিৎ দে : লুচি-মিষ্টির আবদার! রাখি বন্ধনে ছাত্রীদের মুখে হাসি ফোটাতে যা করলেন শিক্ষক শিক্ষিকারা!  রাখি বন্ধনের প্রাক্কালে সদর গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের মুখে ফুটল খুশির ঝিলিক। কারণ, তাদের ছোট্ট আবদার পূরণ হয়েছে এদিন। মধ্যাহ্নভোজে লুচি, ডাল, পায়েস আর মিষ্টি। ভালবাসার বন্ধন বোঝাতে রাখিবন্ধন উৎসব ধুমধাম করে পালন করল জলপাইগুড়ির সদর বালিকা বিদ্যালয়।
সকাল থেকেই ছাত্রীরা একে অপরের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করল। বিদ্যালয়ের আঙিনা ভরে উঠেছিল হাসি, শুভেচ্ছা আর ভালোবাসায়। গান, নাচ, আবৃত্তি – ছাত্রীদের পরিবেশনায় একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান যেন উৎসবের রঙে রঙিন করে তুলল দিনটিকে। সবচেয়ে বড় চমক ছিল দুপুরের খাবারের মেনু।
advertisement
advertisement
ছাত্রীরা যখন জানালো, “আজ লুচি-মিষ্টি খেতে চাই,” তখন শিক্ষক-শিক্ষিকারা তা সানন্দে মেনে নিলেন। ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে নিজ হাতে পরিবেশন করলেন লুচি, ডাল, পায়েস ও মিষ্টি। শুধু খাবার নয়, তার সঙ্গে ছিল তাদের আন্তরিকতা আর স্নেহ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
লক্ষ্যমোহন রায় জানালেন, “ছাত্রীদের সঙ্গে রাখি বন্ধন পালন করতে পেরে ভীষণ ভাল লাগছে। তাদের হাসিই আমাদের প্রাপ্তি।” প্রধান শিক্ষক অরূপ দে-র কথায়, “ছাত্রীদের আবদার আমরা রাখার চেষ্টা করেছি। তাদের আনন্দ আমাদের আনন্দ।” দিন শেষে ছাত্রীদের উচ্ছ্বাসই প্রমাণ করল, উৎসব মানে শুধু আয়োজন নয়, উৎসব মানে ভালবাসা, আর একসঙ্গে আনন্দে থাকা। লুচি-মিষ্টির স্বাদ তাই আজ শুধুই পেট ভরায়নি, ভরিয়েছে মনও।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পড়ুয়াদের আবদার, খাওয়ালেন শিক্ষকরা! রাখির মধ্যহ্নভোজন, মেনুতে কী কী ছিল জানেন?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement