তেল নয়, জল দিলেই জ্বলছে প্রদীপ! আশ্চর্য আবিষ্কার বাংলায়

Last Updated:

অবাক করা প্রদীপ নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

জল দিয়ে জ্বলছে প্রদীপ
জল দিয়ে জ্বলছে প্রদীপ
#ধূপগুড়ি: আলাদিনের আশ্চর্য প্রদীপকে টেক্কা দিচ্ছে ম্যাজিক প্রদীপ। জল দিয়ে জ্বলছে প্রদীপ আর তা দিয়েই বাজিমাত দীপাবলির বাজার। জল ঢাললে প্রদীপ জলে আবার জল ফেলে দিলে নিভে যায়। অবাক করা প্রদীপ নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে ধূপগুড়িতে।
হাতে আর মাত্র কয়েকটা দিন। সামনেই দীপাবলি উৎসব। আর তাতে মেতে উঠবে সমগ্র দেশবাসী। আলোর রোশনাইয়ে সেজে উঠবে সমগ্র দেশ। গ্রাম থেকে শহর সর্বত্র ঘরে ঘরে জ্বলবে আলো। আলোর এই উৎসবের মরশুমে উর্ধ্বমুখী তেলের দাম। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দাম বেড়েছে তেলের পাশাপাশি টুনি লাইটের। ফলে পকেটে টান পড়েছে আমজনতার। তাই এবছর তেলের খরচ বাঁচাতে দীপাবলির আগে বাজারে এসেছে ম্যাজিক প্রদীপ। যা তেলে নয় বরং জল দিয়ে জ্বলবে প্রদীপ।
advertisement
ম্যাজিক প্রদীপ ম্যাজিক প্রদীপ
advertisement
আরও পড়ুন: মেসেজ আসে 'মানিক যা তা ভাবে টাকা তুলছে', চাকরি বিক্রির 'ভাগ' নিয়ে রাগ হয়েছিল পার্থর: ইডি
শুনতে আশ্চর্য মনে হলেও এটাই বাস্তব। আলোর উৎসবে এবছরের বিশেষ আকর্ষণ এই আশ্চর্য প্রদীপ। জেলার অন্যান্য বাজারের মতোই ধূপগুড়ি বাজারের বৈদ্যুতিক সামগ্রীর দোকানে মিলছে এই ম্যাজিক প্রদীপ। আলাদিনের আচার্য প্রদীপ না হলেও এই ম্যাজিক প্রদীপের বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। কারণ অনেকেই মনে করছেন এই প্রদীপের ব্যবহার যথেষ্ট লাভজনক। কারণ তেল খরচ নেই। তাই একবার কিনে নিতে পারলেই বহুদিন পর্যন্ত শুধুমাত্র জল ঢেলে প্রদীপ জ্বালানো যাবে। জানা গিয়েছে, মাত্র ৪০ টাকা প্রতি পিস দরে বাজারে মিলছে এই ম্যাজিক প্রদীপ।
advertisement
আরও পড়ুন: 'এই পচাগলা মৃতদেহ আমার ছেলে নয়', খড়গপুর আইআইটি-তে প্রবল রহস্য! বিস্ফোরক দাবি মা-বাবার
ধূপগুড়ির বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী প্রদীপ মজুমদার জানিয়েছেন, নতুনত্ব জিনিসের বাজারে এমনিতেই চাহিদা থাকে। এবছর দীপাবলি উপলক্ষে এই ম্যাজিক প্রদীপ এনেছি। বর্তমানে তেলের যা দাম তাতে এই ম্যাজিক প্রদীপ ক্রেতাদের জন্য যথেষ্ট লাভজনক। তেল ও বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র জলে জ্বলবে এই প্রদীপ। নতুনত্ব হিসেবে ক্রেতারা খুব পছন্দ করছেন, তাই চাহিদাও রয়েছে যথেষ্ট।
advertisement
রকি চৌধুরী, ধূপগুড়ি
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
তেল নয়, জল দিলেই জ্বলছে প্রদীপ! আশ্চর্য আবিষ্কার বাংলায়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement