Jalpaiguri News: আগ্রাসী তিস্তা, তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলছে জ্বালানি কাঠ সংগ্রহ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর জলপাইগুড়ির গাজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ায় জলস্ফীতি দেখা দিয়েছিল তিস্তা নদীতে। বিপদ সীমার উপরে বইছিল তিস্তা নদীর জল।
জলপাইগুড়ি: সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর জলপাইগুড়ির গাজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ায় জলস্ফীতি দেখা দিয়েছিল তিস্তা নদীতে। বিপদ সীমার উপরে বইছিল তিস্তা নদীর জল। জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় তিস্তা নদীর যে ভয়াবহ রূপ ছিল, সেই ছবি এখন অনেকটাই বদলেছে। জল কিছুটা কমলেও নদীতে স্রোত যথেষ্ট রয়েছে। পরিস্থিতি একটু উন্নত হওয়ায় স্বস্তি মিলেছে প্রশাসন এবং তিস্তা পারের বাসিন্দাদের।
তিস্তার সংরক্ষিত এলাকায় তুলে নেওয়া হয়েছে সব বিপদ সঙ্কেত, স্বাভাবিক গতিতে ফিরছে তিস্তা পাড়ের জনপদ। তিস্তা ব্রিজ সংলগ্ন তীরবর্তী এলাকায় যেখানে জল দেখা দিয়েছিল এদিন সেই এলাকার জল অনেকটাই নেমে গিয়েছে। আতঙ্ক কাটতেই নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা তিস্তা নদীতে নেমে প্রাণের ঝুঁকি নিয়ে জলে ভেসে আসা কাঠ সংগ্রহ করছে জীবন যাপনের তাগিদে।
advertisement
আরও পড়ুন – World Cup 2023: নেদারল্যান্ডসকে হেলায় হারাল পাকিস্তান, তবে ভারত খুশি পাকিস্তানের খামতি খুঁজে পেয়ে
advertisement
আতঙ্ক কিছুটা কাটলেও মাঝেমধ্যেই হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে প্রশাসন এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, আবার জল ছাড়া হলে এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।যদিও এখনও পর্যন্ত জলপাইগুড়ি তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।
advertisement
Surajit Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2023 11:05 PM IST