মাদক কারবার রুখতে এককাট্টা! শহরে 'ড্রাগ নির্মূল অভিযান', পাশে দাঁড়িয়ে বড় আশ্বাস কাউন্সিলরের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Jalpaiguri News: এককাট্টা হলেন ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, এলাকায় মাদক লেনদেন বন্ধে তৎপর হলেন তাঁরা
জলপাইগুড়ি, শান্তনু করঃ এলাকায় মাদকের লেনদেন বন্ধে এগিয়ে এসেছেন জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এবার তাঁদের কাজে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এলেন ১২ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। জলপাইগুড়ি রেল স্টেশনের একপাশে ৭ ও অন্য পাশে ১২ নম্বর ওয়ার্ড।
জানা যাচ্ছে, শহরে ব্রাউন সুগারের কারবারের অন্যতম ডেরায় পরিণত হয়েছিল ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড, দুই নম্বর ঘুমটি, ভাটিয়া বিল্ডিং এলাকা। অভিযোগ, এই কারবারের প্রভাব পড়ছিল ১২ নম্বর ওয়ার্ডের হরিজন বস্তি, জয়ন্তি পাড়া, হাইস্কুল সংলগ্ন এলাকায়। ৭ নম্বর ওয়ার্ডের কারবারিরা এই এলাকায় এসে লেনদেন করছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ চরম দুর্ভোগ! টানা বৃষ্টিতে বন্ধ দোকানপাট, মানুষের জীবিকা থমকে! কবে মিলবে স্বস্তি?
সম্প্রতি জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এককাট্টা হয়ে ২২ জন মাদক বিক্রেতার নামে থানায় অভিযোগ দায়ের করেন। দুই বিক্রেতার বাড়ি ভাঙচুর, ধরপাকড় শুরু করতেই এবার তাঁদের মতো এককাট্টা হলেন ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও। এলাকায় মাদক লেনদেন বন্ধে তৎপর হলেন তাঁরা।
advertisement
advertisement
এলাকায় ড্রাগস কিনতে আসা দুই যুবককে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। জলপাইগুড়ি শহরের বুকে ‘ড্রাগ নির্মূল’ এই অভিযানে বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্র বাথ বর্মনও। এই কাজে সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 11:40 AM IST