Jalpaiguri News: সস্তার বিরিয়ানিতে বিপদ! গরম হাঁড়িতে মিশছে ফ্রিজের বাসি শক্ত-কাঠ মাংস! ভাইরাল ভিডিও ঘিরে হইচই জলপাইগুড়িতে
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Jalpaiguri News: চেটেপুটে বিরিয়ানি খাচ্ছেন ঠিকই, কিন্তু সঙ্গে বাসি মাংস খাচ্ছেন না তো? এই প্রশ্নটাই উস্কে দিয়েছে জলপাইগুড়ির এই ঘটনা। বিরিয়ানি ভালবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: চেটেপুটে বিরিয়ানি খাচ্ছেন ঠিকই, কিন্তু সঙ্গে বাসি মাংস খাচ্ছেন না তো? এই প্রশ্নটাই উস্কে দিয়েছে জলপাইগুড়ির এই ঘটনা। বিরিয়ানি ভালবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। কিন্তু সেই বিরিয়ানি স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো হচ্ছে তো? জলপাইগুড়ি শহর জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক বিরিয়ানির দোকান। কম দামে সহজলভ্য এই জনপ্রিয় খাবার শহরবাসীর দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠলেও, বিরিয়ানি তৈরির মান ও স্বাস্থ্যবিধি নিয়ে উঠছে গুরুতর অভিযোগ।
ক্রেতা সুরক্ষা দফতরের দাবি, বহু দোকানেই নিয়ম-নীতি মানা হচ্ছে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, জলপাইগুড়িরই একটি নামি বিরিয়ানির দোকানে ফ্রিজে জমে থাকা শক্ত মাংস সরাসরি বিরিয়ানির হাঁড়িতে ঢেলে বিক্রি করা হচ্ছে। অভিযোগ উঠেছে, কোথাও কোথাও বাসি ও পচা মাংস ব্যবহার করেই পরিবেশন করা হচ্ছে খাবার। এই ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে।
advertisement
আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা! মুর্শিদাবাদে বাগান থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ! পাশেই পড়ে জখম ৩ বছরের শিশু
advertisement
এরই প্রেক্ষিতে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড এলাকায়, একটি শপিং মলের পাশে থাকা একাধিক বিরিয়ানির দোকানে যৌথ অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দফতর ও স্বাস্থ্য দফতর। অভিযানে বিভিন্ন দোকান থেকে নষ্ট ও অস্বাস্থ্যকর খাবার বাজেয়াপ্ত করে তা ধ্বংস করা হয়। পাশাপাশি বিরিয়ানিতে ব্যবহৃত ক্ষতিকর রং ফেলে দেওয়া হয় নর্দমায়। ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, “একটি হাঁড়িতে দুই রকম বিরিয়ানি রান্না করা সম্পূর্ণ নিষিদ্ধ।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিযানে দেখা গেছে, অনেক দোকানে একই হাঁড়িতে খাসির মাংসের বিরিয়ানির পাশাপাশি বয়লার মুরগির বিরিয়ানি তৈরি করা হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এমন কাজ ধরা পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। স্বাদ আর সস্তার মোহে যেন স্বাস্থ্যের সঙ্গে আপস না হয় এই বার্তাই দিতে চায় প্রশাসন। শহরবাসীরও এখন সচেতন হওয়ার সময়, কারণ ভাল খাবারের প্রথম শর্তই নিরাপদ আর সুস্বাস্থ্য রান্না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 08, 2026 4:08 PM IST








